For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে করোনার হটস্পট কিংবা রেড জোন, একনজরে

সারা দেশে করোনার হটস্পট কিংবা রেড জোন, একনজরে

  • |
Google Oneindia Bengali News

১৪ এপ্রিল লকডাউন আরও ১৯ দিন বাড়ানোর কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে তিনি জানিয়েছিলেন, ২০ এপ্রিল থেকে বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হবে। বিধিনিষেধ সেইসব জায়গাতেই শিথিল করা হয়েছে, যেসব জায়গায় করোনা ভাইরাসের কোনও প্রভাব পড়েনি, কিংবা একেবারের অল্প প্রভাব পড়েছে।

আগের সপ্তাহেই কেন্দ্রের তরফে ১৭০ টি জেলার নাম করে হটস্পট এলাকার কথা ঘোষণা করা হয়। পাশাপাশি ২০৭ টি জেলাকে নন হটস্পট জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশের বাকি এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

একনজরে দেশে হটস্পটের তালিকা

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

কুর্নুলস গুন্টুর, নেল্লোর, প্রকাশম, কৃষ্ণা, ওয়াই এসআর, পশ্চিম গোদাবরী, চিত্তোর, বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, অনন্তপুর।

বিহার

বিহার

বিহারের কেবল মাত্র সিওয়ান রেডজোনের অন্তর্ভুক্ত।

চণ্ডীগড়

চণ্ডীগড়

পুরো চণ্ডীগড়ই রেড জোনের অন্তর্ভুক্ত।

ছত্তিশগড়

ছত্তিশগড়

ছত্তিশগড়ের কোরবা রেড জোনের অন্তর্ভুক্ত।

দিল্লি

দিল্লি

দক্ষিণ, দক্ষিণ পূর্ব, সাহদারা, পশ্চিম, উত্তর, মধ্য, নতুন দিল্লি, পূর্ব, উত্তর পশ্চিম।

গুজরাত

গুজরাত

আহমেদাবাদ, ভদোদরা, সুরাত, ভাবনগর, রাজকোট

 হরিয়ানা

হরিয়ানা

নুহ, গুরুগ্রাম, পালওয়াল, ফরিদাবাদ।

জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীর

শ্রীনগর, ভান্দপোরা, বারামুলা, জম্মু, উধমপুর, কুপওয়ারা।

কর্নাটক

কর্নাটক

বেঙ্গালুরু আর্বান, মাইসুরু, বেলাগাভি।

কেরল

কেরল

কাসারগাড, কুন্নুর, এর্নাকুলাম, মালাপ্পুরম, তিরুভানন্তপুরম, পাছানামথিত্তা।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

ইন্দোর, ভোপাল, খারগন, উজ্জয়িনী, হোসেঙ্গাবাদ।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

ঔরঙ্গাবাদ, মুম্বই, পুনে, থানে, নাগপুর, সাঙ্গলি, আহমেদনগর, ইয়াভাতমল, বুলধানা, মুম্বই সাবার্বান, নাসিক।

ওড়িশা

ওড়িশা

একমাত্র খুরদা রেড জোনের অন্তর্ভুক্ত।

পঞ্জাব

পঞ্জাব

এসএএস নগর, শহিদ ভগত সিং নগর, জলন্ধর, পাঠানকোট।

রাজস্থান

রাজস্থান

জয়পুর, টঙ্ক, যোধপুর, বাঁশওয়ারা, কোটা, ঝুঞ্ঝুনু, জয়সলমীর, ভিলওয়ারা, বিকানের, ঝালোয়ার, ভরতপুর।

তামিলনাড়ু

তামিলনাড়ু

চেন্নাই, তিরুচিরাপল্লী, কোয়েম্বাটোর, তিরুনেলভেলি, ইরোড, ভেলোর, দিন্দিগুল, ভিল্লুপুরম, তিরুপুর, থেনি, নামাক্কাল, চেঙ্গালপাট্টু, মাদুরাই, তুতিকোরিন, কারুর, ভিরুনগর, কন্যাকুমারী, কুড্ডালোর, থিরুভারুর, সালেম, নাগাপট্টিনাম।

 তেলেঙ্গানা

তেলেঙ্গানা

হায়দরাবাদ, নিজামাবাদ, ওয়ারাঙ্গল আর্বান, রঙ্গা রেড্ডি, জগুলাম্বাগাদোয়াল, মেডচালমাল্কাগিরি, করিমনগর, নির্মল।

উত্তর প্রদেশ

উত্তর প্রদেশ

আগ্রা, গৌতম বুদ্ধনগর, মিরাট, লখনৌ, গাজিয়াবাদ, সাহারানপুর, সামলি, ফিরোজাবাদ, মোরাদাবাদ।

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ড

একমাত্র দেহরাদুন রেড জোনের অন্তর্ভুক্ত।

 পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ

কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা।

করোনা ছড়িয়ে পড়ার পিছনে রয়েছে চিন, ১৩০ বিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণের দাবি এই দেশের!করোনা ছড়িয়ে পড়ার পিছনে রয়েছে চিন, ১৩০ বিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণের দাবি এই দেশের!

English summary
Complete list of Coronavirus hotspot or Red Zones in India. From Monday 20 April lockdown restriction eased from some parts of theb Country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X