সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হবে এমন গুরুত্বপূর্ণ বিলগুলির সম্পূর্ণ তালিকা একনজরে
সংসদে শুরু হয়ে গিয়েছে শীতকালীন অধিবেশন। ২০টি অধিবেশনের দিন রয়েছে এবার। মোট ২৬ দিন ধরে চলবে এই অধিবেশন পর্ব। কেন্দ্রে দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পরে এই নিয়ে দ্বিতীয়বার অধিবেশন বসতে চলেছে। ইতিমধ্যে কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছে। নাগরিকপঞ্জীর চূড়ান্ত রেকর্ড পেশ হয়ে গিয়েছে। এছাড়া কাশ্মীরে বহুদিন ধরে বিরোধী নেতারা গৃহবন্দি হয়ে রয়েছেন। এই অবস্থায় স্বাভাবিকভাবেই সংসদ উত্তাল হবে সেটা ধরে নেওয়াই যায়। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন বিলগুলি পেশ হতে চলেছে সংসদে।

এই অধিবেশনে বিবেচনা এবং পাশ হবে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিল
১) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন (সংশোধন) বিল, ২০১৯
২) চিটফান্ড (সংশোধন) বিল, ২০১৯
৩) সারোগেসি (নিয়ন্ত্রণ) বিল, ২০১৯
৪) আন্তঃরাজ্য নদীর জল সংক্রান্ত বিরোধ (সংশোধনী), বিল, ২০১৯
৫) বাঁধ সুরক্ষা বিল, 2019
৬) তৃতীয় লিঙ্গ (অধিকার সংরক্ষণ) বিল, ২০১৯
৭) জালিয়ানওয়ালাবাগ জাতীয় স্মৃতিসৌধ (সংশোধনী) বিল, ২০১৯
৮) সংবিধান (তফসিলি উপজাতি) আদেশ (সংশোধনী) বিল, ২০১৯
৯) সংবিধান (তফসিলি উপজাতি) আদেশ (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০১৯

যে গুরুত্বপূর্ণ নতুন বিলগুলি বিবেচনা এবং পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে
১) কীটনাশক পরিচালন বিল, ২০১৯
২) ইনসলভেন্সি এবং দেউলিয়া (দ্বিতীয়) সংশোধনী বিল, ২০১৯
৩) আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র কর্তৃপক্ষ বিল, ২০১৯
৪) গর্ভাবস্থায় মেডিক্যাল টার্মিনেশন (সংশোধন) বিল, ২০১৯
৫) নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৯
৬) ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল, ২০১৯
৭) অস্ত্র আইন (সংশোধনী) বিল, ২০১৯

রাজ্যসভায় ঝুলে রয়েছে যে বিলগুলি
১) সারোগেসি (নিয়ন্ত্রণ) বিল, ২০১৯ যেমনটি লোকসভায় পাশ হয়েছিল
২) আন্তঃরাজ্য নদীর জল সংক্রান্ত বিরোধ (সংশোধনী), বিল, ২০১৯ যেমন লোকসভায় পাশ হয়েছে
৩) লোকসভা পাশ হওয়া বাঁধ সুরক্ষা বিল, ২০১৯
৪) তৃতীয় লিঙ্গের ব্যক্তি (অধিকার সংরক্ষণ) বিল, ২০১৮ যেমন লোকসভায় পাশ হয়
৫) জালিয়ানওয়ালাবাগ জাতীয় স্মৃতিসৌধ (সংশোধনী) বিল, ২০১৯ যেটি লোকসভায় পাশ হয়েছে
৬) সংবিধান (তফসিলি উপজাতি) আদেশ (সংশোধনী) বিল, ২০১৯
৭) সংবিধান (তফসিলি উপজাতি) আদেশ (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০১৯
৮) জাতীয় চিকিৎসা কমিশন ফর মেডিসিন অফ মেডিসিন (এনসিআইএম) বিল, ২০১৯
৯) হোমিওপ্যাথি জাতীয় কমিশন (এনসিএইচ) বিল, ২০১৯
১০) ন্যাশনাল ইনস্টিটিউট অব ফুড টেকনোলজি আন্তঃপ্রনিয়রশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বিল, ২০১৯

রাজ্যসভায় প্রত্যাহারের বিল
১) ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল (সংশোধনী) বিল, ১৯৮৭
২) ইন্ডিয়ান মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি ফার্মেসি বিল, ২০০৫
৩) কীটনাশক পরিচালন বিল, ২০০৮
৪) জাতীয় স্বাস্থ্য কমিশনের জন্য স্বাস্থ্য বিল, ২০১১
৫) ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল (সংশোধনী) বিল, ২০১৩
৬) আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র কর্তৃপক্ষ বিল, ২০১৯
৭) জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০১৯