For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটারদের মধ্যে নগদ অর্থ বিলির অভিযোগ! রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

সাধারণভাবে বিজেডির বিরুদ্ধে বিজেপিকে খুব বড় কোনও অভিযোগ করতে দেখা যায় না। আবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কেও বিজেপি বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কিছু বলতে দেখা যায় না। সাম্প্রতিক যে ঘটনা, তাকে ব্যতিক্রম বলা চলে। মুখ্যনির্ব

  • |
Google Oneindia Bengali News

সাধারণভাবে বিজেডির বিরুদ্ধে বিজেপিকে খুব বড় কোনও অভিযোগ করতে দেখা যায় না। আবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কেও বিজেপি বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কিছু বলতে দেখা যায় না। সাম্প্রতিক যে ঘটনা, তাকে ব্যতিক্রম বলা চলে। মুখ্যনির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করে বিজেপি অভিযোগ করেছে, ধর্মনগর কেন্দ্রে উপনির্বাচনের আগে বিজেডি স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্যদের মাধ্যমে ভোটারদের মধ্যে নগদ অর্থ বিলি করছে।

দিল্লির নির্বাচন কমিশনের অফিসে বিজেপি

দিল্লির নির্বাচন কমিশনের অফিসে বিজেপি

বিজেপির তরফে বিষয়টি নিয়ে প্রথমে ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিক এসকে লোহানির সঙ্গে দেখা করছিল রাজ্য বিজেপি। সেখানে এক মহিলার ভিডিও জমা দেওয়া হয়েছিল মুখ্যনির্বাচনী আধিকারিকের কাছে। কিন্তু সেব্যাপারে কঠোর কোনও পদক্ষেপ না নেওয়ায় ওড়িশা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকে ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের অফিসে যান।

অনিয়ম নিয়ে সরব বিজেপি

অনিয়ম নিয়ে সরব বিজেপি

নির্বাচন কমিশনে দেখা করার পরে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন. রাজ্য নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ না নেওয়ায় তাঁরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে হাজির হয়েছিলেন। বিজেপির তরফে বিষয়টিকে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ বলে মন্তব্য করা হয়েছে।

জড়িয়ে আধিকারিক থেকে মন্ত্রী সবাই

জড়িয়ে আধিকারিক থেকে মন্ত্রী সবাই

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করে বলেছেন, একটি ঘটনায় এক মহিলা আধিকারিককে সাধারণ মানুষের মধ্যে টাকা বিলি করতে দেখা গিয়েছে। সেই লোকেদের মধ্যে এই টাকা বিলি করা হচ্ছিল যাঁরা বিজেডির পদযাত্রায় অংশ নিয়েছিলেন। অন্য একটি ঘটনায় জনসভায় বিজেডির মন্ত্রী এবং রাজ্যসভার সদস্য সুলতা দেও-এর উপস্থিতিতে এক আধিকারিককে বলতে শোনা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে যে জয়ী হবেন, তাঁকে নবীন পট্টনায়কের সরকার ১ কোটি টাকা দেবে। এইসব ভিডিও দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের অফিসে জমা দিয়েছে বিজেপি।

সম্বিত পাত্র বলেছেন, বিজেপি ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে এইসব প্রমাণ রাখলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেছেন। বলেছেন এগুলির ফরেনসিক পরীক্ষা করা হবে। এই ফরেনসিক পরীক্ষা করতে যে সময় লাগবে, ততক্ষণে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। যে কারণে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসে হাজির হয়ে অভিযোগ দায়ের করেছে। সেখান থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

 ওড়িশায় উপনির্বাচন ৩ নভেম্বর

ওড়িশায় উপনির্বাচন ৩ নভেম্বর

ওড়িশার ধামনদর কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা ৩ নভেম্বর। বিজেপির তরফে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে প্রয়াত প্রাক্তন বিধায়ক বিশুচরণ শেঠির ছেলে সূর্যব্ংশী সুরজ স্থিতপ্রজ্ঞাকে। বিজেপি বিধায়কের মৃত্যুতে এই আসনটি ফাঁকা হয়। অন্যদিকে এই আসনে বিজেডির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের প্রবীণ সদস্য অবন্তী দাস।

ভোরে কুয়াশায় ঢাকল কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকা! কেমন থাকতে চলেছে ভাইফোঁটায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়াভোরে কুয়াশায় ঢাকল কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকা! কেমন থাকতে চলেছে ভাইফোঁটায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া

English summary
Complaints about distribution of cash among voters in Odisha, BJP's complaints in EC against BJD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X