For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের দুই প্রাক্তনীর রাফালে তিরে বিদ্ধ মোদী! চুক্তিতে অনিয়ম নিয়ে সিবিআই-এর কাছে ব্যবস্থার দাবি

নরেন্দ্র মোদী এবং মনোহর পারিকরের বিরুদ্ধে এবার সিবিআই-এর কাছেই অভিযোগ দায়ের। সিবিআই-এর কাছে করা আবেদনে সামিল হয়েছেন, বিজেপির প্রাক্তন দুই মন্ত্রী অরুণ শৌরি এবং যশবন্ত সিনহা।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী এবং মনোহর পারিকরের বিরুদ্ধে এবার সিবিআই-এর কাছেই অভিযোগ দায়ের। সিবিআই-এর কাছে করা আবেদনে সামিল হয়েছেন, বিজেপির প্রাক্তন দুই মন্ত্রী অরুণ শৌরি এবং যশবন্ত সিনহা। আইনজীবী হিসেবে রয়েছেন প্রশান্তভূষণ। তাদের অভিযোগের কেন জরুরি ভিত্তিতে তদন্ত করা উচিত, তারও ব্যাখ্যা করেছেন তাঁরা।

মোদী-অনিল যোগের প্রমাণ

মোদী-অনিল যোগের প্রমাণ

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিবিআই-এর ডিরেক্টর অলোক ভার্মার অভিযোগ পত্র জমা দিয়েছেন অরুণ শৌরি, যশবন্ত সিনহা, প্রশান্তভূষণ। অভিযোগে বলা হয়েছে, ২০১৫-র ৩ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অনিল আম্বানির মধ্যে বৈঠক হয়েছিল। তাঁদের দাবি, যে কথা অনিল আম্বানি স্বীকারও করেছেন। সেই বৈঠকে মোদী তাঁকে প্রতিরক্ষা ব্যবসায় নামার কথা বলেন। সেই সময় দেনার দায়ে ডুবে ছিলেন অনিল। মোদীর কথায় আশ্বস্ত হয়েই অনিল আম্বানী পিপাভাব ডিফেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ১৭.৭৭ শতাংশ শেয়ার কিনে নেন। প্রায় একবছর পরে ১৬ জানুয়ারি, ২০১৬-তে ওই কোম্পানির ৩৬ % শেয়ার কিনে নেন তিনি। পিপাভাব ডিফেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পরবর্তীকালে রিলায়েন্স ন্যাভাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত হয়।

২০১১-তে ডসাল্টের দর ছিল সব থেকে কম

২০১১-তে ডসাল্টের দর ছিল সব থেকে কম

২০১১ সালে ভারতীয় বায়ু সেনা ডসাল্টের থেকে যুদ্ধ বিমান কেনার কথা জানিয়েছিল। সেই সময় প্রযুক্তি অনুযায়ী ডসাল্টের দর ছিল সব থেকে কম। সেই সময় ভারত সরকার এবং ডসাল্টের মধ্যে আলোচনাও একেবারে শেষ পর্যায়ে ছিল।

হ্যাল ও ডসাল্টের চুক্তি

হ্যাল ও ডসাল্টের চুক্তি

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অরুণ শৌরি, যশবন্ত সিনহা, প্রশান্তভূষণের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪-র ১৩ মার্চ হ্যাল ও ডসাল্টের মধ্যে চুক্তি হয়। যাতে বলা হয়েছিল ৭০ শতাংশ কাজ করবে ডসাল্ট। আর ভারতে যন্ত্রাংশ আনার পর বাকি ৩০ শতাংশ কাজ করবে রাষ্ট্রায়ত্ত হ্যাল।

 মোদীর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ

মোদীর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ

২০১৫-র ২৮ মার্চ রিলায়েন্স ডিফেন্স লিমিটেড গঠন করা হয়। ২০১৫-র ১০ এপ্রিলের সেই বিশেষ দিনের ১২ দিন আগে। অর্থাৎ চুক্তি সম্পর্কে অনিল আম্বানিকে তথ্য সরবরাহ করেছিলেন মোদী। এমনটাই দাবি করেছেন অরুণ শৌরি, যশবন্ত সিনহা, প্রশান্তভূষণ।

মোদীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ

মোদীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু তথ্য ফাঁসই নয়, ভারতীয় বায়ু সেনা, হ্যাল, বিদেশ মন্ত্রক এমন কী প্রতিরক্ষা মন্ত্রককে নিজের এবং অনিল আম্বানির কথা সম্পর্কে অন্ধকারে রেখেছিলেন বলে অভিযোগ। সেই সময় প্যারিসে বিদেশমন্ত্রী কিংবা প্রতিরক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রী নিয়ে না গেলেও, অনিল আম্বানিকে নিয়ে গিয়েছিলেন।

মূল চুক্তির সঙ্গে তফাত

মূল চুক্তির সঙ্গে তফাত

মূল চুক্তিতে ৪২ টি যুদ্ধ বিমানের কথা বলেছিল। সেখানে অনিল আম্বানির সংস্থার নাম ছিল না। কিন্তু অভিযোগ অনুযায়ী, মোদীর উপস্থিতিতে প্যারিসে যে চুক্তি হয় তাতে ৩৬ টি যুদ্ধ বিমানের কথা বলা হয়। যাতে ছিল না মেক ইন ইন্ডিয়া কিংবা প্রযুক্তির হস্তান্তরের কথা। সেই জায়গা থেকেই সুযোগ দেওয়া হয় আম্বানির সংস্থাকে।

মোদীর বিরুদ্ধে ডসাল্টকে চাপ দেওয়ার অভিযোগ

মোদীর বিরুদ্ধে ডসাল্টকে চাপ দেওয়ার অভিযোগ

অরুণ শৌরি, যশবন্ত সিনহা, প্রশান্তভূষণের করা অভিযোগে, ডসাল্টকে চাপ দেওয়ার অভিযোগও করা হয়েছে মোদীর বিরুদ্ধে। এক্ষেত্রে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ওলাঁদের দেওয়া সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়েছে। ওলাঁদে বলেছিলেন, ভারত সরকারের তরফেই সার্ভিস গ্রুপের নাম প্রস্তাব করা হয়েছিল।

তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী বার্তা

তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী বার্তা

অরুণ শৌরি, যশবন্ত সিনহা, প্রশান্তভূষণের দাবি অনুযায়ী, চুক্তির তিনদিন পর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর দূরদর্শনকে বলেছিলেন মোদীজি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁকে সমর্থন করেছেন মাত্র।

ফ্রান্সের মিডিয়া সরব সেই সময়েই

ফ্রান্সের মিডিয়া সরব সেই সময়েই

যে প্রমাণ অরুণ শৌরিরা দিয়েছেন, তাতে বলা হয়েছে, চুক্তির সাত দিন পর থেকেই সরব হয়েছিল ফ্রান্সের মিডিয়া। ২০১৫-র ১৭ এপ্রিল ফ্রান্সের মিডিয়াতেই প্রকাশিত হয়েছিল, রিলায়েন্সকে তুলে ধরতে মোদীর 'চেষ্টা'র কথা।

চুক্তির সময় জমি ছিল না রিলায়েন্সের

চুক্তির সময় জমি ছিল না রিলায়েন্সের

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,২০১৫-র এপ্রিলে চুক্তির সময় কারখানার জন্য পর্যাপ্ত জমি কিংবা লাইসেন্স ছিল না রিলায়েন্সের। মিহানে ২৮৯ একর জমির জন্য রিলায়েন্স আবেদন করেছিল ২০১৫-র ১৬ জুন। রিলায়েন্সের প্রেস রিলিজ অনুযায়ী, জমি হস্তান্তর হয়েছিল ২০১৫-র ২৯ অগাস্ট। যদিও সম্প্রতি ডসাল্টের তরফে বলা হয়েছে, রিলায়েন্সের হাতে কারখানার জন্য পর্যাপ্ত জমি ছিল।

English summary
Complaint Filed With CBI Against Narendra Modi, Manohar Parrikar in Rafale Case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X