For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় সঙ্গীত 'ভুল' গাওয়ায় অমিতাভ বচ্চনের নামে মামলা দায়ের হল!

  • By Oneindia Staff Writer
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ মার্চ : টি২০ বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে জাতীয় সঙ্গীত শোনা গিয়েছিল বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের কন্ঠে। তবে গানের বাধ্যতামূলক সময়ের চেয়ে বেশি সময় নিয়ে গান করায় এবার বিগ বি-র বিরুদ্ধে মামলা ঠুকলেন চলচ্চিত্রকার উল্লাস পিআর।

পূর্ব দিল্লির অশোক নগর থানায় এই মামলা দায়ের করা হয়েছে।[ টি২০ বিশ্বকাপ: চাপের দাওয়াই বিরাট কোহলি, ইডেনেও 'মওকা' পেল না পাকিস্তান, ৫-০ এগিয়ে ভারত]

জাতীয় সঙ্গীত 'ভুল' গাওয়ায় অমিতাভ বচ্চনের নামে মামলা দায়ের হল!

গত ১৯ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচের আগে হাজার হাজার দর্শক ও বিশিষ্ট অতিথিদের সামনে ভারতের জাতীয় সঙ্গীত জন-গণ-মন গান অমিতাভ বচ্চন। উল্লাসের অভিযোগ, জাতীয় সঙ্গীত গাওয়ার বাধ্যতামূলক সময়সীমা হল ৫২ সেকেন্ড। ২-৩ সেকেন্ড কম বেশী লাগতে পারে, কিন্তু অমিতাভ বচ্চন জাতীয় সঙ্গীত গেয়েছেন ১ মিনিট ১০ সেকেন্ড ধরে। অর্থাৎ জাতীয় সঙ্গীত গাওয়ার বাধ্যতামূলক সময় অতিক্রম করে গিয়েছেন তিনি।

নিজের অভিযোগে উল্লাস আরও জানিয়েছেন, "গানের সময় অমিতাভ 'সিন্ধ' এর জায়গায় 'সিন্ধু' উচ্চারণ করেছেন।"

এই চলচ্চিত্র নির্মাতা এর আগে গত বছর ২৫ নভেম্বর অভিনেতা আমির খানের দেশ অসহিষ্ণু মন্তব্যের জন্যও অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এছাড়াও আমির খানের পিকে ছবি মুক্তির পরই এই ছবিতে পুলিশকে ঠুল্লা হিসাবে উল্লেখ করায় আমির খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

English summary
Complaint Filed Against Amitabh Bachchan For Singing 'Incorrect' National Anthem
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X