For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্মীদের বেতন নিয়ে সংস্থার আবেদন, সাত দিনের মধ্যে কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

কর্মীদের বেতন নিয়ে সংস্থার আবেদন, সাত দিনের মধ্যে কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

Google Oneindia Bengali News

লকডাউনের সময়ে কর্মীদের পুরো বেতন দেওয়া থেকে অব্যাহতি চেয়ে একাধিক আবেদন প্রসঙ্গে সুপ্রিম কোর্ট এক সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সরকারকে এই বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য বলেছে। কারণ সরকারের ঘোষিত লকডাউনের প্রভাব পড়েছে বহু মানুষের ওপর।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংস্থাগুলি

সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংস্থাগুলি

বেশ কিছু সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন করে জানিয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকার কারণে তারা কর্মীদের পুরো বেতন দিতে অসক্ষম। দেশজুড়ে যখন দু'‌মাসের বেশি সময় ধরে লকডাউন চলছে, তার প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যের র ওপর। একরাতের মধ্যে বহু শ্রমিক বেকার হয়ে পড়ে। প্রধানমন্ত্রী মোদী লকডাউন ঘোষণার সময় সংস্থাগুলির উদ্দেশ্যে এই কঠিন সময় কর্মীদের চাকরি সুরক্ষিত রাখার বিষয় নিয়ে আর্জি জানান।

মার্চে কেন্দ্রের নির্দেশিকায় কর্মীদের পুরো বেতন দেওয়ার কথা বলা হয়

মার্চে কেন্দ্রের নির্দেশিকায় কর্মীদের পুরো বেতন দেওয়ার কথা বলা হয়

মার্চ মাসেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক নির্দেশ নিয়ে আসা হয় যাতে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সই রয়েছে, সেখানে বলা হয় কর্মীদের চাকরির সুরক্ষা দিতে হবে ও তাঁদের পুরো বেতন দেওয়া বাধ্যতামূলক। যদিও এই নির্দেশের পর মাথায় হাত পড়ে যায় সংস্থাগুলির কারণ কডাউনের সময় তাদের ব্যবসা ধাক্কা খেয়েছে এবং এখন তাদের হাতে কর্মীদের পুরো বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই।

নতুন বিজ্ঞপ্তি জারি

নতুন বিজ্ঞপ্তি জারি

মে মাসের শেষের দিকে চতুর্থ পর্যায়ের লকডাউনের সময় নতুন নির্দেশিকা নিয়ে আসে সরকার। যেখানে বলা হয়, ‘‌দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ এর ধারা ১০ (২) (আই) এর অধীনে জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক জারি করা সমস্ত আদেশ ১৮ ই মে থেকে কার্যকর হওয়া স্থগিত রাখা হবে।'‌ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল বলেন, ‘‌সরকার ১৭ মে একটি নতুন বিজ্ঞপ্তি পাস করেছে, যা ২৯ শে মার্চের এমএইচএ বিজ্ঞপ্তিকে অতিক্রম করেছে, যা এই মামলায় চ্যালেঞ্জ জানানো হয়েছে।'‌

কেন্দ্রের কাছে জবাব

কেন্দ্রের কাছে জবাব

সুপ্রিম কোর্ট এদিন কর্মীদের পুরো বেতন দেওয়ার বিষয়ে সরকারকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জবাবের অপেক্ষার জন্য বিষয়টি এক সপ্তাহের জন্য স্থগিত রেখেছে।

বিজেপির 'একুশে অভিযান’ তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে! বাংলার কুর্সির লক্ষ্যে মমতাকে চ্যালেঞ্জবিজেপির 'একুশে অভিযান’ তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে! বাংলার কুর্সির লক্ষ্যে মমতাকে চ্যালেঞ্জ

English summary
The apex court has directed the Center to respond within a week to multiple petitions seeking exemption from paying full salaries to employees during lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X