For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইসরোর মাথা উঁচু করে মহাকাশে পাড়ি দিল 'অ্যাংরি বার্ড'

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা দিগন্ত খুলে দিতে এদিন মহাকাশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার হাতে গড়া 'অ্যাংরি বার্ড'।

  • |
Google Oneindia Bengali News

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা দিগন্ত খুলে দিতে এদিন মহাকাশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার হাতে গড়া 'অ্যাংরি বার্ড'। এই উপগ্রহ আধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমানকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে তা মহাকাশের কক্ষপথে উড়ে গেল। এই জিস্যাট৭এ ভারতের মহাকাশ গবেষণায় বড় ঘটনা সন্দেহ নেই।

দুই হাজার দুশো পঞ্চাশ কিলো ওজনের এই উপগ্রহটি এমনভাবে তৈরি যা চলন্ত ও স্থির সমস্ত ধরনের বস্তুর সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম। একেবারে দুর্গম অঞ্চলেও এই উপগ্রহ যোগাযোগ রাখতে পারবে। এই উৎক্ষেপণকে ভারতীয় বায়ুসেনার ক্রিসমাস উপহার বলে বর্ণনা করা হয়েছে। এটা ইসরোর ১৭তম মিশন ও ৬৯তম রকেট উৎক্ষেপণ বলে জানা গিয়েছে।

জিএসএলভি-এফ১১ থেকে উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণের পর উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু পর্যন্ত টুইট করে অভিনন্দন জানিয়েছেন।

২০১৩ সালের সেপ্টেম্বরে জিস্যাট-৭ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এই দুটির পাশাপাশি জিস্যাট-৬ ও একসঙ্গে মিলে কাজ করবে।

English summary
Communication satellite GSAT-7A on-board GSLV-F11 launched
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X