For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামনবমী ঘিরে হিংসায় থমথমে এই প্রতিবেশী রাজ্যের একাংশ, লাগু ১৪৪ ধারা

রামনবমীর উদযাপনকে ঘিরে উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গর প্রতিবেশী রাজ্য বিহারেও। দুটি সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিহারের বিভিন্ন জায়গায়।

  • |
Google Oneindia Bengali News

রামনবমীর উদযাপনকে ঘিরে উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গর প্রতিবেশী রাজ্য বিহারেও। দুটি সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিহারের বিভিন্ন জায়গায়। উল্লেখ্য, বিহারের অউরাঙ্গাবাদে রামনবমীকে উদযাপন কের একটি মিছিলে পাথর ছোঁড়াকে কেন্দ্র করে শুরু হয় দু'পক্ষের সংঘর্ষ। যা থেকে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রামনবমী ঘিরে হিংসায় থমথমে এই প্রতিবেশী রাজ্যের একাংশ, লাগু ১৪৪ ধারা

অউরাঙ্গাবাদের রামচক এলাকাতে বিভিন্ন দোকানে অগ্নি সংযোগ করা হয় বলে খবর। মুহুর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হন অউরাঙ্গাবাদের জেলাশাসক রঞ্জন মাহিওয়াল ও পাটনার জোনাল আইজি নাার হাসনেয়ন খান। এদিকে, সূত্রেরর দাবি, প্রশাসন পরিস্থিতিকে নিয়ন্ত্রিত বলে দাবি করলেও, ক্রমেই ছড়াতে থাকে হিংসার আগুন। গয়া ও সিওয়ানেও চলতে থাকে হিংসা। এরপর থেকে অউরাঙ্গাবাদে জডারি করা হয় ১৪৪ ধারা।

জানা গিয়েছে বিহারে সিওয়ানে শনিবার রাত থেকেই দুটি সম্প্রদায়ের মধ্যে প্রবল সংঘর্ষ হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। উল্লেখ্য, এর আগে, বিহার প্রশাসনরে তরফে সোশ্যাল মিডিয়ায় উস্কানি মূলক পোস্ট দেওয়া বন্ধ সমেত একাধিক সতর্কতা জারি করেছিল রামনবমীকে কেন্দ্র করে।

English summary
Communal tension broke out in Bihar over Ramnavami Celebration, 144 imposed .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X