মহারাষ্ট্রের অভিন্ন ন্যূনতম কর্মসূচি চূড়ান্ত! শিবসেনা পাবে পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী
মহারাষ্ট্রে অভিন্ন ন্যূনতম কর্মসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। এমনটাই খবর সূত্রের। যার জেরে শিবসেনা পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী পাবে। আর কংগ্রেস ও এনসিপি ৫ বছরের জন্য একজন করে উপমুখ্যমন্ত্রীর পদ পাবে। পাশাপাশি ৪০ মন্ত্রীপদও ভাগ হয়েছে। সেখানে ১৪ জন করে মন্ত্রিপদ পাবে শিবসেনা ও এনসিপি। কংগ্রেস পাবে ১২ টি পদ।

ভাগ হচ্ছে না মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর পদ
সূত্রের খবর অনুযায়ী, মহারাষ্ট্রে ভাগ হচ্ছে না মুখ্যমন্ত্রী কিংবা উপমুখ্যমন্ত্রীর পদ। তিনদল মিলে অভিন্ন ন্যূনতম কর্মসূচি চূড়ান্ত করে ফেলেছে বলেই জানা গিয়েছে। যাতে শিবসেনা পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী পাবে। আর কংগ্রেস ও এনসিপি ৫ বছরের জন্য একজন করে উপমুখ্যমন্ত্রীর পদ পাবে।

কৃষক ও যুবদের প্রাধান্য
সূত্রের খবর অনুযায়ী, অভিন্ন ন্যূনতম কর্মসূচিতে কৃষক ও যুবদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। তবে সেখানে হিন্দুত্বের কোনও ইস্যু রাখা হয়নি বলেই জানা গিয়েছে।

চূড়ান্ত ঘোষণা সপ্তাহের শেষে
জানা গিয়েছে, বিষয়টি নিয়ে সনিয়া গান্ধী এবং শারদ পাওয়ার মিলিত হবেন এই সপ্তাহের শেষে। তারপরেই চূড়ান্ত ঘোষণা করা হতে পারে।

এখনও অধরা একাধিক ইস্যু
জানা গিয়েছে একাধিক ইস্যুতে এখনও সহমত হতে পারেনি এই তিনদল। যার মধ্যে রয়েছে , শিবসেনার সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবি। অন্যদিকে কংগ্রেস ও এনসিপির দাবি মুসলিমদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ।
মঙ্গলবার মহারাষ্ট্রে রাষ্টরপতি শাসন জারি করা হয়। রাজ্যপাল কেন্দ্রকে জানান, তাঁর চেষ্টা সত্ত্বেও সেখানে সরকার তৈরি করা যায়নি।