For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়বে কি মোবাইল কল আর ডেটার মূল্য! টেলিকম দফতরের কাছে সুপারিশে জল্পনা

দেশে টলিকম সেক্টরের হাল ফেরাতে চিন্তাভাবনা করছে সরকার। সূত্রের খবর অনুযায়ী এব্যাপারে কেন্দ্রীয় সচিবদের একটি কমিটি গঠন করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দেশে টলিকম সেক্টরের হাল ফেরাতে চিন্তাভাবনা করছে সরকার। সূত্রের খবর অনুযায়ী এব্যাপারে কেন্দ্রীয় সচিবদের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি মোবাইলে ফোন কলের ন্যূনতম মূল্য চালুর পক্ষে মত প্রকাশ করেছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি ডেটার ক্ষেত্রেও একই সুপারিশ করা হয়েছে।

বাড়বে কি মোবাইল কল আর ডেটার মূল্য! টেলিকম দফতরের কাছে সুপারিশে জল্পনা

সূত্রের খবর অনুযায়ী, কমিটির তরফ থেকে টেলিকম দফতরের কাছে এব্যাপারে সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, দেশে কাজ করা টেলিকম কোম্পানিগুলির জন্য ন্যূনতম শুল্ক ঠিক করে দেওয়া হোক।

সরকার যদি এই প্রস্তাব মেনে নেয়, তাহলে উপকৃত হতে পারে ভোডাফোন আইডিয়া কিংবা ভারতী এয়ারটেলের মতো সংস্থা। ২০১৯-২০ অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে যাদের মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৭৪ হাজার কোটি টাকা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থাগুলিকে বলেছে সরকারকে ৯২ হাজার কোটি টাকা মিটিয়ে দিতে।

অন্যদিকে টেলিকম দফতর সূত্রে খবর, সরকারি পর্যায়েএই সুপারিশের বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে। এমন কি ন্যূনতম শুল্ক বেধে দেওয়া যায় কিনা সে ব্যাপারটিও দেখা হবে। আর এই পদ্ধতি চালু করতে টেলিকম অপারেটরগুলি কতটা লাভবান হতে পারে তাও দেখা হবে।

বৃহস্পতিবারে ভোডাফোন আইডিয়া জানিয়েছে, ইন্দাস টাওয়ারের কাছে থাকা তাদের ১১.১৫ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দেবে।

ভারতী এয়ারটেলের ভারত ও দক্ষিণ এশিয়ার এমডি এবং সিইও গোপাল ভিট্টাল জানিয়েছেন, তারা এই সুপারিশ নিয়ে আশাবাদী। সরকার এব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে বলেও মনে করছেন তারা। তাতে এই শিল্পের অবস্থা কিছুটা হলেও ফিরবে।

'স্বাস্থ্য' ফেরাতে স্বেচ্ছা অবসর প্রকল্প! এখনও নির্দিষ্ট লক্ষে পৌঁছতে পারেনি বিএসএনএল'স্বাস্থ্য' ফেরাতে স্বেচ্ছা অবসর প্রকল্প! এখনও নির্দিষ্ট লক্ষে পৌঁছতে পারেনি বিএসএনএল

English summary
Committee of Secretaries is mulling over setting a minimum price for mobile calls and data. Telecom operators like Bharati Airtel are hopeful that govt will take considerate view in this matter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X