For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলোচনা হয়েছে ৮৫টি সংগঠনের সঙ্গে, কৃষি আইন নিয়ে রিপোর্ট জমা দিল সুপ্রিমকোর্ট নিযুক্ত কমিটি

Google Oneindia Bengali News

কৃষি আইন পর্যালোচনার উদ্দেশ্যে তিন সদস্যের কমিটি গঠন করেছিল সুপ্রিমকোর্ট। সেই তিন সদস্যের কমিটি কেন্দ্রের তিনটি আইন নিয়ে দীর্ঘ আলোচনার পর নিজেদের রিপোর্ট পেশ করল শীর্ষ আদালতে। জানা গিয়েছে মুখবন্ধ খামে নয়া তিন কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করল শীর্ষ আদালত নিযুক্ত তিন সদস্যের বিশেষ কমিটি৷ নয়া তিন কৃষি আইন বিস্তারিতভাবে পড়ে দেখার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছিল কমিটির সদস্যদের৷

৮৫টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা

৮৫টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা

সূত্রের খবর, প্রায় ৮৫টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর এই রিপোর্ট তৈরি করা হয়েছে৷ সমস্য়ার সমাধান সূত্র নিয়ে আলোচনার পরই এই রিপোর্ট পেশ করা হয়েছে৷ কৃষি অর্থনীতিবিদ অনিল গণবত এই সম্পর্কে বলেন, 'গত ১৯ মার্চ মুখবন্ধ খামে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেওয়া হয়েছে৷'

তিন কৃষি আইন নিয়ে দেশের আমজনতা কী ভাবছে?

তিন কৃষি আইন নিয়ে দেশের আমজনতা কী ভাবছে?

যদিও তাতে ঠিক কী লেখা হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনিল৷ এ নিয়ে প্রশ্ন করা হলে, 'বিষয়টি গোপনীয় এবং আদালতের বিচারাধীন' বলে এড়িয়ে গিয়েছেন তিনি৷ সূত্রের খবর, নয়া তিন কৃষি আইন নিয়ে দেশের আমজনতা কী ভাবছে, তাও খতিয়ে দেখেছেন কমিটির সদস্যরা৷ জনসাধারণের মতামত জানতে প্রথম সারির সংবাদপত্রগুলিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

কৃষকদের লাগাতার আন্দোলন

কৃষকদের লাগাতার আন্দোলন

প্রসঙ্গত, নয়া তিন কৃষি আইন নিয়ে কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে গত জানুয়ারি মাসেই আইনগুলি স্থগিত করে সুপ্রিম কোর্ট৷ সমস্য়ার সমাধানে নিয়োগ করা হয় বিশেষ কমিটি৷ কমিটিতে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ অনিল গণবত, অশোক গুলাটি এবং প্রমোদ যোশী৷ প্রাথমিকভাবে ভারতীয় কৃষক সংগঠনের সভাপতি ভূপিন্দর সিং মনকে কমিটিতে রাখা হলেও পরে তিনি পদত্যাগ করেন৷

English summary
Committee appointed by the Supreme Court on the three new farm laws has submitted its report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X