For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুলকিট মামলায় দিশা রবির গ্রেফতারি বেআইনি! দিল্লি পুলিশকে নোটিশ মহিলা কমিশনের

Google Oneindia Bengali News

দিশা রবির গ্রেফতারির ঘটনায় এবার দিল্লি পুলিশকে নোটিশ দেওয়া হল৷ নোটিস দিল দিল্লির মহিলা কমিশন৷ তাদের দাবি, দিশার গ্রেফতারিতে আইনি প্রক্রিয়ায় গোলমাল করা হয়েছে৷ জানা গিয়েছে যে এই নিয়ে পুলিশকে এফআইআর-এর কপি জমা দিতে বলা হয়েছে৷ ট্রানজিট রিমান্ডের জন্য দিশাকে স্থানীয় আদালতে পেশ না করার জন্যই এফআইআর-এর কপি চাওয়া হয়েছে৷ পাশাপাশি কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়েও একটা রিপোর্ট চাওয়া হয়েছে৷

টুলকিট মামলায় দিশা রবির গ্রেফতারি বেআইনি!

এদিকে দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব জানিয়েছেন যে আইন মেনেই গ্রেফতারি হয়েছে৷ আইন ৫০ বছরের কোনও ব্যক্তি আর ২২ বছরের কোনও ব্যক্তির জন্য আলাদা হয় না৷ কৃষক বিক্ষোভ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলতে যে টুলকিট তৈরি হয়েছিল, সেই সংক্রান্ত মামলায় শনিবার দিশা রবিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়৷ পুলিশের দাবি, দিশা টুলকিট পাঠিয়েছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের কাছে৷ তা তিনি পাঠিয়েছিলেন টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে৷

দিশার সঙ্গে একই মামলায় অভিযুক্ত নিকিতা জেকব ও শান্তনু মুলুক৷ দিশা, নিকিতা ও শান্তনু ওই টুলকিট বানিয়েছিল বলে অভিযোগ৷ দিশাকে গ্রেফতার করা না হলেও নিকিতা ও শান্তনুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে৷

এদিকে দিশাকে গ্রেফতার করা হলেও নিকিতা ও শান্তনুকে এখনও ধরা যায়নি৷ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে৷ এই নিয়ে ইতিমধ্যেই নিকিতা জেকব বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন৷ তিনি চার সপ্তাহের জন্য তাঁর গ্রেফতারি স্থগিত রাখার আবেদন জানিয়েছেন৷ এদিকে শান্তনু মুলুক বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চে আবেদন করেছেন ট্রানজিট আগাম জামিনের জন্য৷

English summary
Commission for Women sent notice to Delhi Police over Disha Ravi's arrest in the toolkit case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X