For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংবাদমাধ্যমে খবর পরিবেশনে রাশ টানার দাবি, তোপের মুখে পড়ে ভাবমূর্তি বাঁচাতে মরিয়া নির্বাচন কমিশন

সংবাদমাধ্যমে খবর পরিবেশনে রাশ টানার দাবি, তোপের মুখে পড়ে ভাবমূর্তি বাঁচাতে মরিয়া নির্বাচন কমিশন

  • |
Google Oneindia Bengali News

ভোটের আবহে করোনার বাড়বাড়ন্ত নিয়ে কয়েকদিন আগেই মাদ্রাজ হাইকোর্টের তোপের মুখে পড়ে নির্বাচন কমিশন। এমনকী দেশে দ্বিতীয় পর্বের করোনা বিপর্যয়ের জন্য সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলেন হাইকোর্টের বিচারপতিরা।এমনকী এই দেশের মানুষকে এই বিপদের মধ্যে ঢেলে দেওয়ার জন্য কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত বলেও পর্যবেক্ষনে বলতে দেখা যায় বিপর্যয়ের জন্য সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলল মাদ্রাজ হাইকোর্ট। যা নিয়ে বিস্তর চাপৌতর হয় বিভিন্ন মহলে।

সংবাদমাধ্যমে খবর পরিবেশনে রাশ টানার দাবি, তোপের মুখে পড়ে ভাবমূর্তি বাঁচাতে মরিয়া নির্বাচন কমিশন


এদিকে এবার বেকায়দায় পড়ে ভাবমূর্তি বাঁচাতে সেই আদালতেরই দ্বারস্থ হল নির্বাচন কমিশন। আদালতে অনুরোধ জানাল, সংবাদমাধ্যমগুলি যেন আদালতের মৌখিক পর্যবেক্ষণের মাধ্যমে সংবাদ পরিবেশন না করে। সেইদিকে নজর রাখারও দাবি জানানো হয়েছে। মাদ্রাজ হাইকোর্টে দাখিল করা পিটিশনে কমিশনের দাবি “‌সংক্রমণ বৃদ্ধি নিয়ে মাদ্রাজ হাইকোর্ট যে পর্যবেক্ষণ জানিয়েছিল, তা সংবাদমাধ্যমে আরও রঙ চড়িয়ে বলা হয়েছে। অনেক সংবাদমাধ্যমই তার অপব্যাখা করেছে। যার ফলে সংবিধান স্বীকৃত জাতীয় নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”

এক্সিট পোল নয়, এক্স্যাক্ট পোলটাই ঠিক, ২ তারিখই বলবে হিসেব, তৃণমূলের জয়ের শঙ্কার মেঘ উড়িয়ে বার্তা দিলীপেরএক্সিট পোল নয়, এক্স্যাক্ট পোলটাই ঠিক, ২ তারিখই বলবে হিসেব, তৃণমূলের জয়ের শঙ্কার মেঘ উড়িয়ে বার্তা দিলীপের

কমিশনের আরও দাবি লিখিত রের্কড ছাড়া আদালতের বিচার প্রক্রিয়ার কোনও অংশ নিয়ে সংবাদমাধ্যম গুলিকে প্রতিবেদন প্রকাশ করতে দেওয়া উচিত নয়। এদিকে নির্বাচন কমিশন এই দাবি তুললেও সংবাদমাধ্যমের বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এমনকী কোনও গণতান্ত্রিক দেশে এই ভাবে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা যায় কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। অন্যদিকে গণতন্ত্রের মূল স্তম্ভগুলির মধ্যে অন্যতম বিচার ব্যবস্থা। তাই আদালতের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা সাধরণ মানুষের কাছে তুলে ধরাও সংবাদমাধ্যের আশু কর্তব্য বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই।

English summary
Election Commission the news about the oral observation of the court should be stopped
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X