For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চোরেদের সর্দার' মোদী! রাফালে নিয়ে রাহুল দিলেন ওলাঁদের কথোপকথন, দেখুন ভিডিও

রাফালে নিয়ে নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার তিনি নাম না করে মোদীকে চোরেদের সর্দার বলে সম্বোধন করেছেন।

  • |
Google Oneindia Bengali News

রাফালে নিয়ে নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার তিনি নাম না করে মোদীকে চোরেদের সর্দার বলে সম্বোধন করেছেন। টুইটারে রাহুল এই সম্বোধন করেছেন। এর আগে গত সপ্তাহের শেষে ফরাসি মিডিয়ায় রাফালে নিয়ে রিপোর্ট বের হওয়ার পর থেকেই তোপ দেগে চলেছেন রাহুল।

চোরেদের সর্দার মোদী! রাফালে নিয়ে রাহুল দিলেন ওলাঁদের কথোপকথন, দেখুন ভিডিও

টুইটারের রাহুল গান্ধী বলেছেন, ফরাসি সংবাদ সংস্থা মিডিয়া পার্টে শুক্রবার ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ওলাঁদের সাক্ষাৎকার প্রকাশ করে। যাতে ওলাঁদে বলেছিলেন, ভারত সরকার রাফালের প্রস্তুতকারক ডসাল্টের ভারতের অংশীদারি হিসেবে অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সের নাম প্রস্তাব করেছিল। এতে তাদের কোনও চর ছিল না, জানিয়েছিলেন ওলাঁদে। এব্যাপারে তাঁদের কোনও পছন্দও ছিল না। রাফালে চুক্তির সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ওলাঁদে।

ফরাসি সংবাদ মাধ্যমে দেওয়া ওলাঁদের সাক্ষাতকারটিও টুইটারে তুলে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানেই তিনি মোদীকে চোরেদের সর্দার বলে কটাক্ষ করেছেন।

[আরও পড়ুন: অনুপ্রবেশকারীরা উইপোকা! অসমে এনআরসি-ইস্যুতে অমিত শাহকে 'অজ্ঞ' বলল বাংলাদেশ][আরও পড়ুন: অনুপ্রবেশকারীরা উইপোকা! অসমে এনআরসি-ইস্যুতে অমিত শাহকে 'অজ্ঞ' বলল বাংলাদেশ]

গত সপ্তাহেই রাহুল গান্ধী রাফালে নিয়ে জেপিসি গঠনের দাবি করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী এবং অনিল আম্বানি দেশের সেনাবাহিনীর ওপর একলক্ষ ত্রিশ হাজার কোটির সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন বলেও অভিযোগ করেন।

[আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত গুজরাতের ব্যবসায়ীও দেশ ছেড়ে পগারপার][আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত গুজরাতের ব্যবসায়ীও দেশ ছেড়ে পগারপার]

[আরও পড়ুন: রাহুলের আরএসএস তির নিয়ে কড়া অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রকের! কী ইঙ্গিত দিল এসপিজি][আরও পড়ুন: রাহুলের আরএসএস তির নিয়ে কড়া অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রকের! কী ইঙ্গিত দিল এসপিজি]

অন্যদিকে, ডসাল্ট অ্যাভিয়েশন জানায়, তারাই রিলায়েন্সকে বেছে নিয়েছে। পরে প্রশ্নের উত্তরে ওলাঁদে বলেন, বিষয়টি তাঁর অজ্ঞাত। এব্যাপারে ডসাল্টই কোনও মন্তব্য করতে পারবে। এরপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, সত্যের দুরকম সংস্করণ সম্ভব নয়।

English summary
Commander In Thief: Rahul hurls Hollande bomb again without naming Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X