For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসা সাইক্লোন 'Sitrang'-এর নাম এবার দিল কোন দেশ? রইল সেই ইতিহাস

ফের একবার বাংলায় সাইক্লোনের ভ্রূকুটি! ইতিমধ্যে আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এরপর সেটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২২ তারিখ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ পরিণত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শুধু তাই নয়, এ

  • |
Google Oneindia Bengali News

ফের একবার বাংলায় সাইক্লোনের ভ্রূকুটি! ইতিমধ্যে আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এরপর সেটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২২ তারিখ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ পরিণত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শুধু তাই নয়, এটি ধীরে আরও এগিয়ে যাবে এবং আগামী ২৩ তারিখ নাগাদ এটি আরও গভীর নিম্নচাপে পরিণত হবে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এরপর ২৪ তারিখ এটি সাইক্লোনের আকার নেবে বলে মনে করা হচ্ছে। তবে এবার যে ঝড় ধেয়ে আসছে এর নাম সিতরাং।

ইতিমধ্যে এই সাইক্লোন নিয়ে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে নবান্নের তরফে। কড়া হয়েছে বৈঠকও।

 ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে

ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে

এখনও পর্যন্ত যা অবস্থা তা বাংলার অভিমুখের দিকেই হয়তো এই সাইক্লোনসিতরাং ধেয়ে আসতে পারে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে শেষ মুহূর্তে একেবারে ঘুরে যেতে পারে গোটা পরিস্থিতি। তবে আগামী ২৪ এবং ২৫ এই দুদিন উপকূলবর্তী জেলাতে হালকা থেকে মাঝারি ধরলে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এমনকি দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর জন্যে এই পূর্বআভাস দেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেও জানানো হয়েছে।

ধেয়ে আসছে এই সিত্রাং।

ধেয়ে আসছে এই সিত্রাং।

তবে এবার যে সাইক্লোনের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের এর নাম দেওয়া সিত্রাং। ২০১৮ সালের অক্টোবরের বঙ্গোপসাগরে এটাই প্রথম সাইক্লোন তৈরি হচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এবার এই ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড (pronounced as Si-trang)। যেটা জানা যাচ্ছে, থাই সারনেম থেকেই এবারের ঝড় সিত্রাং দিয়েছে সে দেশ। ২০২০ সালে IMD নতুন করে ১৬৯টি ঝড়ের নাম দিয়েছে। এর মধ্যেই একটি এই সিত্রাং। সাইক্লোন অশনি'র (cyclone Asani) পর ধেয়ে আসছে এই সিত্রাং।

উত্তাল হতে পারে সমুদ্র!

উত্তাল হতে পারে সমুদ্র!

উত্তাল হতে পারে সমুদ্র! আর সেদিকে তাকিয়ে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাঙ্গা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আগামী ২৩ তারিখে সকাল থেকেই মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই মুহূর্তে যারা সমুদ্রে চলে গিয়েছে তাঁদের আগামী বাইশের রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে প্রতি মুহূর্তে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

বৈঠকে নবান্ন

বৈঠকে নবান্ন

আগেভাগে সতর্ক হচ্ছে নবান্ন। যদি সাইক্লোনের অভিমুখ বাংলার দিকে হয় তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? সেদিকে নজর রাখছে নবান্ন। ইতিমধ্যে নবান্নের তরফে বিশেষভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে একপ্রস্ত বৈঠক হয়েছে বলেও খবর।

'এমনকি ঘন্টায় ২০০ কিমি বেগে হিট করতে পারে...', কেন 'Sitrang' নিয়ে এমন শঙ্কা মমতার 'এমনকি ঘন্টায় ২০০ কিমি বেগে হিট করতে পারে...', কেন 'Sitrang' নিয়ে এমন শঙ্কা মমতার

English summary
coming cyclone Sitrang is named by Thailand, know how names are given
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X