For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মরণের টানে সূর্যের কাছে আইসন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

আইসন ধূমকেতু
নয়াদিল্লি, ২৮ নভেম্বর: ভারতে যখন মাঝরাত, তখন বিশ্বের কিছু দেশ থেকে দেখা যাবে এক অভিনব মহাজাগতিক ঘটনা। মহাকাশে ভেসে বেড়ানো ৪৬০ কোটি বছরের পুরোনো একটি ধূমকেতু কার্যত সূর্যের ঘা ঘেঁষে যাবে। হয় সূর্যের প্রচণ্ড তাপে ধূমকেতুটি পুড়ে ছাই হবে অথবা আশ্চর্যজনকভাবে বেঁচে গেলে আরও কয়েক শত কোটি বছর আয়ু থাকবে তার!

আইসনের বয়স ৪৬০ কোটি বছর

আইসন। বিজ্ঞানীদের তীব্র কৌতূহল এই ধূমকেতুকে ঘিরে। কারণ, পৃথিবী যে সময় জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল, সেই সময় থেকে মহাকাশে ঘুরছে আইসন। তার পর এই পৃথিবীতে প্রাণের সূচনা ঘটেছে, সময় গড়িয়েছে। কিন্তু, আইসনের মহাকাশ পরিক্রমা থামেনি। আজ সেই ধূমকেতু সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি। সূর্যের কাছে যাওয়ার অর্থ তো তাই-ই। এটি আজ সন্ধে সাড়ে ছ'টা (গ্রিনিচ প্রমাণ সময়) নাগাদ সূর্যের ১২ লক্ষ কিলোমিটার কাছ দিয়ে যাবে। ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী, আমাদের দেশে তখন রাত বারোটা। মানুষের হিসাবে ১২ লক্ষ কিলোমিটার বিরাট দূর!! কিন্তু, মহাজাগতিক হিসাবে তা নস্যি মাত্র। যে সূর্যের পেটের ভিতর দেড় কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবসময় আগুন জ্বলছে, তার ১২ লক্ষ কিলোমিটারের চৌহদ্দিতে এসে পড়া মানে সব শেষ!

তবে, বিজ্ঞানীরা বলছেন, শেষ মুহূর্তে কোনও ভেল্কি হলে তবেই বাঁচতে পারে আইসন। নইলে পুড়ে ছাই হয়ে তা ছড়িয়ে পড়বে মহাকাশে।

English summary
Comet Ison prepares for encounter with Sun
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X