প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 'আপত্তিকর' পোস্ট, বিজেপি শাসিত রাজ্যে আটক কলেজ শিক্ষক
মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট সোশ্যাল মিডিয়ায়। যার জেরে অসমের শিলচরে গ্রেফতার গুরুচরণ কলেজের অতিথি শিক্ষক। জানা গিয়েছে পদার্থ বিদ্যার ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল। যদিও পরে সোশ্যাল মিডিয়া পোস্টটি মুছে দেন ওই অধ্যাপক।

শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে কলেজেরই অতিথি শিক্ষক সৌরদীপ সেনগুপ্তের বিরুদ্ধে শিলচল থানায় অভিযোগ দায়ের করেছিলেন বেশ কয়েকজন ছাত্র। সেখানে আরও অভিযোগ মন্তব্যের জেরে নির্দিষ্ট একটি ধর্ম আঘাত প্রাপ্ত হয়েছে। বলা হয়েছে শিক্ষকের মন্তব্য সনাতন ধর্মকে আঘাত করেছে।

দিল্লির হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ
ছাত্রদের একাংশের দাবি, দিল্লির হিংসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই অতিথি শিক্ষক অভিযোগ করেছিলেন। পাশাপাশি উস্কানিমূলক লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় হিন্দু সম্প্রদায়কে আঘাত করা হয়েছে বলে এফআইআর-এ অভিযোগ করা হয়েছে।

কলেজ থেকে বরখাস্তের দাবি
ছাত্রদের একাংশের তরফে কলেজ কর্তৃপক্ষের কাছে ওই অতিথি শিক্ষককে বরখাস্তের দাবি করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে ওই অতিথি অধ্যাপক বলেছেন, দিল্লির হিংসার ঘটনায় দায়ী হিন্দু সম্প্রদায়। আরএসএস-এর ছাত্র শাখা এবিভিপিরর শিলচর শহর শাখার সম্পাদক করণজিৎ দেব সোশ্যাল মিডিয়ায় এফআইআরএ-র কপি শেয়ারও করেছেন।

বিজেপি ও আরএসএসকে দোষারোপ
জানা গিয়েছে ওই অধ্যাপক তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ২০০২ সালের গোধরা হিংসা নিয়ে অভিযুক্ত করেছিলেন বিজেপি ও আরএসএসকে। প্রসঙ্গত সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী।
যদিও শেষ পর্যন্ত নিজের পোস্টটি মুছে দিয়ে ক্ষমা চান ওই অধ্যাপক। সেখানে তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে কোনও আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী বলেন তিনি।