For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধুর জন্মদিন স্মরণীয় করে রাখতে ১০০টি গাড়ি ভাঙচুর, তারপর যা হল

পুলিশ দুই কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে। অভিযোগ, বন্ধুর জন্মদিন স্মরণীয় করে রাখতে এই দুই যুবক মিলে শ'খানেক গাড়ি ভাঙচুর করেছে।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানের আলওয়ার পুলিশ দুই কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে। অভিযোগ, তারা একশোটি গাড়ি ভাঙচুর করেছেন। তবে কেন এমন করেছে দুই যুবক সেই কারণ জানলে আরও বেশি অবাক হবেন।

বন্ধুর জন্মদিন স্মরণীয় করে রাখতে ১০০টি গাড়ি ভাঙচুর

কলেজ পড়ুয়া অজিত সিং ও ঋষিকেশকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বন্ধুর জন্মদিন স্মরণীয় করে রাখতে এই দুই যুবক মিলে শ'খানেক গাড়ি ভাঙচুর করেছে। বন্ধু নরেন্দ্র যাদবের জন্মদিন উপলক্ষে ৪ ও ৫ অগাস্ট এমনটা করা হয়েছে বলে ধৃতরা জানিয়েছে।

পুলিশ জেনেছে, নরেন্দ্র, অজিত ও ঋষিকেশ সহ মোট চারজন বন্ধু ঘটনার দিন রাত ১টা পর্যন্ত মদ্যপান করে। তারপরই এমন ভয়ানক পরিকল্পনা মাথায় আসে তাদের। নরেন্দ্রর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে লোহার রড হাতে নিয়ে একেরপর এক গাড়ির কাঁচ ভেঙে ফেলে দুই কীর্তিমান।

অত রাতেই একেরপর এক কলোনিতে গিয়ে গাড়ির কাঁচ ভাঙতে থাকে তারা। স্থানীয় আর্য কলোনি, ইন্দ্র কলোনি, পঞ্চবটী, সঞ্জয় কলোনিতে তাণ্ডব চালায় তারা।

ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। বিশেষ দল গঠন করে অজিত ও ঋষিকেশকে গ্রেফতার করা হয়। বাকী দুজনের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

English summary
College students from Rajasthan shatter 100 cars to make friend's birthday memorable
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X