For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলেজে হিজাবে 'বাধা'য় ফের বিতর্ক! বিজেপি শাসিত রাজ্যে বিক্ষোভে সামিল ছাত্রীরা

কলেজে 'হিজাবে' বাধায় ফের বিতর্ক! বিজেপি শাসিত রাজ্যে বিক্ষোভে সামিল ছাত্রীরা

  • |
Google Oneindia Bengali News

ফের হিজাব (Hijab) পরে কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি (BJP) শাসিত কর্নাটকের (Karnataka) উদুপিতে। উদুপি জেলার কুন্দাপুরে সরকারি কলেজে মুসলিম ছাত্রীরা হিজাব পরে পৌঁছলে এদিন তাঁদের কলেজের গেটে থামিয়ে দেন অধ্যক্ষ (Principal)। এর আগেই অবশ্য কলেজের আদেশনামার বিরোধিতা করে কর্নাটক হাইকোর্টে (High Court)রিট পিটিশ দাখিল করেছে এক পড়ুয়া।

হিজাব পরার অনুমতি নেই, জানিয়েছেন অধ্যক্ষ

হিজাব পরার অনুমতি নেই, জানিয়েছেন অধ্যক্ষ

এদিন ছাত্রীরা কলেজে গেলে অধ্যক্ষ জানিয়ে দেন ক্লাসে হিজাব পরার অনুমতি নেই। হিজাব খুলে কলেজে প্রবেশ করতে হবে বলেও জানান তিনি। যদিও ছাত্রীদের সঙ্গে বিষয়টি নিয়ে তর্ক হয় অধ্যক্ষের। ছাত্রীরা বলে সরকারি আদেশে তাঁদের কলেজের নাম উল্লেখ নেই। পাল্টা অধ্যক্ষ বলেন, সরকারি আদেশ রাজ্যের সব কলেজেই লাগু।

বুধবার কলেজে বিশৃঙ্খলা

বুধবার কলেজে বিশৃঙ্খলা

বুধবার হিজাব পরা নিয়ে ওই কলেজে বিশৃঙ্খলা তৈরি হয়। প্রায় ১০০ হিন্দু ধর্মাবলম্বী ছাত্রী ক্লাসে গেরুয়া শাল জড়িয়ে আসে। হিজাব পরার বিরুদ্ধে প্রতিবাদ জানায় তাঁরা। এদিন অবশ্য় এই ধরনের কোনও প্রতিবাদ দেখা যায়নি।
কুন্দাপুরের বিধায়ক শ্রীনিবাস শেট্টি মুসলিম ছাত্রী এবং তাঁদের অভিভাবকদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন বুধবার। যদিও সেখানে ঐক্যমত্য হয়নি। অভিভাবকরা জানিয়ে দিয়েছিলেন ছাত্রীদের হিজাব পরার অধিকার রয়েছে।

আপাতত নির্দেশিকা বহাল থাকবে

আপাতত নির্দেশিকা বহাল থাকবে

রাজ্যের মৎস্যমন্ত্রী তথা উদুপি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা এস আঙ্গারা জানিয়েছেন, ক্লাসরুমের ভিতরে গিজাম না পরার রাজ্য সরকারের নির্দেশিকা আপাতত বহাল থাকবে। সরকার এব্যাপারে নিযুক্ত কমিটির রিপোর্টের অপেক্ষায় রয়েছে। তিনি বলেছেন, সবাইকেই শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোড বজায় রেখেই চলতে হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের ড্রেস কোড থাকতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।

হাইকোর্টে রিট পিটিশন

তবে হিজাব পরা নিয়ে এই বিতর্ক নতুন কিছু নয় কর্নাটকে। সরকারি নির্দেশিকার বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন এক ছাত্রী। গতমাস থেকেই হিজাব পরা নিয়ে জটিলতা তৈরি হয়েছে কর্নাটকের উদুপিতে। আদালতে যাওয়া ছাত্রীর দাবি, হিজার পরা তাঁর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কেননা সংবিধানের ১৪ ও ২৫ নম্বর ধারায় ইচ্ছা মতো পোশাক পরার এবং ইচ্ছা মতো ধর্মাচরণের কথা বলা রয়েছে। এর আগেও উদুপির সরকারি কলেজে হিজাব পরা ছাত্রীদের ঢুকতে দেওয়া হয়নি। ওইসব ছাত্রীদের বিরুদ্ধে কলেজের পোশাকের বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। আবেদনে এও বলা হয়েছে এই ধরনের বিতর্ক এইসব ছাত্রীদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে।

English summary
College in Udupi in BJP ruled Karnataka restricts entry of students with Hijab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X