শৈত্য প্রবাহে বিপর্যস্ত বিহার, স্কুল ছুটি, দেরিতে চলছে ২০টি ট্রেন
শৈত্য প্রবাহে বিপর্যস্ত বিহার। কুয়াশার কারণে দৃশ্যমানতা এতোটাই কমে গিয়েছে যে ২০িট ট্রেন দেরিতে চলছে। পাটনা শহরের সব স্কুল কলেজে ৫ জানুয়ারি পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। বিহার, উত্তর প্রদেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশ, বিহার, পূর্ব রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এবং মধ্য প্রদেশে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শৈত্য প্রবাহের কারণেই তাপমাত্রার এই পতন বলে জানানো হয়েছে।
দিল্লির তাপমাত্রা আজ কিছুটা বেড়েেছ। কুয়াশার দাপটও কমেছে। গতকাল দিল্লির তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। উত্তর ভারতের অধিকাংশ রাজ্যই শৈত্য প্রবাহের দাপটে রয়েছে। একই সঙ্গে কুয়াশার তীব্রতার কারণে প্রায় ২৯টি ট্রেন দেরিতে চলছে।