For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Cold wave: শীতের কামড়ে জবুথবু দিল্লি, ঘন কুয়াশায় কাটছে না আঁধার, দীর্ঘক্ষণ দেরীতে চলছে ট্রেন-বিমান

Cold wave: শীতের কামড়ে জবুথবু দিল্লি, ঘন কুয়াশায় কাটছে না আঁধার, দীর্ঘক্ষণ দেরীতে চলছে ট্রেন-বিমান

Google Oneindia Bengali News

ঘন কুয়াশা আর শীতের দাপটে বিপর্যস্ত রাজধানী দিল্লির জনজীবন। তাপমাত্রা ১ ডিগ্রিতে নেমে গিয়েছে। বাইরে বইছে হিমেল হাওয়া। তার উপরে ঘন কুয়াশার দাপট। কুয়াশা এতটাই যে এক হাত দূরে কেউ দাঁড়িয়ে থাকলে বোঝা যাচ্ছে না। কুয়াশার দাপটে কাটছে না আঁধার। তার জেরে একাধিক উড়ান এবং ট্রেন দেরীতে চলছে। প্রায় ২৯টি ট্রেন দেরীতে চলছে। আর ১৫টি বিমান দেরীতে চলছে। দৃশ্যমানতা একেবারেই কম থাকার জন্য সমস্যায় পড়তে হচ্ছে গাড়ির চালকদেরও।

কুয়াশাচ্ছন্ন উত্তর ভারত

কুয়াশাচ্ছন্ন উত্তর ভারত

কুয়াশার দাপটে প্রায় অন্ধকারে ডুবেশে উত্তর ভারত। বিশেষ করে রাজধানী দিল্লি। ভয়ঙ্কর কুয়াশায় ঢেকেছে রাজধানী দিল্লির আকাশ। বেলা গড়ালেও আলো দেখা যাচ্ছে না। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। শুধু রাজধানী দিল্লি নয় উত্তর ভারতের একাধিক রাজ্য পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তর প্রদেশের পরিস্থিতিও একই রকম। একদিকে শৈত্য প্রবাহের দাপট। তার সঙ্গে কুয়াশা ঢাকা আকাশ দুয়ের দাপটে নাজেহাল পরিস্থিতি। আজও ৪ ডিগ্রির নীচে তাপমাত্রা। গত ১ সপ্তাহ ধরে তাপমাত্রার পতন জারি রয়েছে রাজধানী দিল্লিতে।

দেরিতে চলছে একাধিক ট্রেন-উড়ান

দেরিতে চলছে একাধিক ট্রেন-উড়ান

কুয়াশার দাপট এতটাই যে সকালে সূর্য কখন উঠছে তা বোঝা যাচ্ছে না। কুয়াশার দাপটে বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। দৃশ্যমানতা কম থাকার কারণে যানজটও তীব্র আকার নিয়েছে রাজধানী দিল্লিতে। দুর্ঘটনার আশঙ্কায় ধীরে গাড়ি চালাতে হচ্ছে। প্রায় ২৯টি দূর পাল্লার ট্রেন দেরীতে চলছে ঘন কুয়াশার কারণে। দৃশ্যমানতা কম থাকার কারণে ভোটের ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে ছাড়তে পারছে না। এদিকে উড়ানের অবস্থাও সংকটজনক। কুয়াশার কারনে দিল্লি বিমানবন্দর থেকে প্রায় ১৫টি উড়ান দেরিতে ছাড়ছে।

বাড়ানো হল স্কুলের ছুটি

বাড়ানো হল স্কুলের ছুটি

শীতের কামড়ে জবুথবু রাজধানী দিল্লি। ১ ডিগ্রিতে নেমে এসেছে পারদ। গত ১ সপ্তাহ রে চার ডিগ্রির নীচে রয়েছে তাপমত্রা। তাপমাত্রার এই চরম পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। বড়দিনের ছুটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ কনকনে ঠান্ডায় শিশুরা স্কুলে এসে অসুস্থ হয়ে পড়বে। সেকারণেই সতর্কতা হিসেবে বড় দিনের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক স্কুল আবার অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছে। কলেজের ক্ষেত্রেও অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। কারণ কুয়াশার কারনে পড়ুয়ারা আসতে পারছে না ক্যাম্পাসে।

শৈত্য প্রবাহের সতর্কতা জারি

শৈত্য প্রবাহের সতর্কতা জারি

আপাতত এই পরিস্থিতি থেকে মুক্তি নেই। আইএমডির পক্ষ থেকে শৈত্য প্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাধিক জায়গায়। কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রার পারদ আরও নামবে বলে সতর্ক করেছে আইএমবি। পশ্চিমী ঝঞ্ঝার বাধা না থাকার কারণেই এই রেকর্ড পারদ পতন বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তুরে হাওয়া হু হু করে ঢুকতে শুরু করে দিয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে।

Weather update: এগিয়ে আসছে ২টি পশ্চিমী ঝঞ্ঝা, পৌষ সংক্রান্তির আগেই বড় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনাWeather update: এগিয়ে আসছে ২টি পশ্চিমী ঝঞ্ঝা, পৌষ সংক্রান্তির আগেই বড় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা

English summary
Dense fog effect lifeline of Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X