For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে প্রবল ঠান্ডার মধ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা! শীতলতম রাত আজ

  • |
Google Oneindia Bengali News

প্রবল শীতে কাঁপছে দিল্লি। ইয়ার এন্ডের সপ্তাহের শেষে রাজধানী যখন উরসবের মেজাজে মাতোয়ারা হতে চলেছে কার্যত তখন রীতিমতো ঠান্ডায় কাঁপছে গোটা রাজধানী। এদিন রাজধানী দিল্লি শীতলতম রাতের অপেক্ষায় প্রহল গুনছে। ১৯০১ সালের পর থেকে এদিনই সবচেয়ে ঠান্ডা দিল্লিতে।

পরপর ১৪ দিন 'কোল্ড ডে'

পরপর ১৪ দিন 'কোল্ড ডে'

শেষবার ১৯৯৭ সালে দিল্লি পরপর টানা 'কেল্ড ডে' পেয়েছিল। কিন্ত এবারও কার্যত সেই রেকর্ড ভেঙে যেতে চলেছে। স্কাইমেটের তথ্য অনুযায়ী , গায়ে কাঁটা দেওয়ার ঠান্ডা হাওয়া এবার দিল্লির ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। গত ১৪ ডিসেম্বর থেকে টানা ১৪ দিন কোল্ড ডে চলছে দিল্লিতে। ফলে আরও কাঁপবার জন্য তৈরি রাজধানী।

তাপমাত্রা কত দিল্লিতে?

তাপমাত্রা কত দিল্লিতে?

দিল্লিতে রেকর্ড ঠান্ডা শেষবার পড়েছিল ১৯০১ সালে। তারপর এবার ২০১৯! দিল্লিতে এই মুহূর্তে তাপমাত্রা ৪.৫ ডিগ্রির আশপাশে ঘুরছে। সর্বোচ্চ তাপমাত্রা ১১ .৮ ডিগ্রির আশপাশে রয়েছে। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। ইতিমধ্যেই এই তাপমাত্রায় টানা ১৪ দিন কাটিয়েছে রাজধানী। এদিকে রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও ঠান্ডা পড়ার আশঙ্কা।

 শৈত্যপ্রবাহের সতর্কতা ও কোল্ডেস্ট ডে!

শৈত্যপ্রবাহের সতর্কতা ও কোল্ডেস্ট ডে!

শৈত্যপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে দিল্লির বিভিন্ন অংশে। নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রামের মতো জায়গায় প্রবল শীতের কামড় বসতে চলেছে আগামী কয়েকদিনে বলে জানা গিয়েছে। এদিকে, উত্তরভারত জুড়ে বৃষ্টি ও বরফপাতের জেরে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

English summary
Cold wave alert in Delhi, Capital sees coldest day today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X