For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) গাড়ি ইউ টার্ন নিতেই রাস্তা ঢাকা পড়ল পয়সার চাদরে

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৬ নভেম্বর : আপনি কখনও দেখেছেন রাস্তাকে পয়সায় ঢেকে যেতে? কখনও দেখেছেন মাঝ রাস্তায় লুটোপুটি খাচ্ছে লক্ষ লক্ষ কয়েন? বোধহয় দেখেননি। যদি না দেখে থাকেন তাহলে নিচের ছবিতে দেখে নিতে পারেন।

আসলে রাস্তায় দুর্ঘটনার জেরে এমন ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের নরদানা গ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছে। একটি লরিতে করে ৪০টি ড্রামে করে পয়সা নিয়ে যাওয়া হচ্ছিল সরকারি ছাপ লাগানোর জন্য। তার মধ্যে লরির পিছনের ঢাকনা খুলে গেলে ৬টি ড্রাম নিচে রাস্তায় পড়ে যায়।

সেই ড্রামগুলিতে কয়েন ভর্তি ছিল। সেগুলিই রাস্তায় ছড়িয়ে গিয়ে বেহাল অবস্থা তখন। প্রথমে লরির ড্রাইভার বিষয়টি বুঝতে পারেননি। অন্য একজন তাকে বিষয়টি সম্পর্কে অবগত করলে তার টনক নড়ে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় অনেকদূর এগিয়ে চলে যান লরির চালক। পরে তিনি ফিরে এসে পুলিশে খবর দেন ও কয়েন উদ্ধারে লেগে পড়েন।

রাস্তায় বিছানো কয়েনের চাদর

রাস্তায় বিছানো কয়েনের চাদর

খবর পাওয়ার সময়ে কয়েনভর্তি লরির ড্রাইভার প্রায় ১৮ কিলোমিটার আগে এগিয়ে গিয়েছেন। সেখান থেকে ফিরে আসেন তিনি।

রাস্তায় বিছানো কয়েনের চাদর

রাস্তায় বিছানো কয়েনের চাদর

ফিরে এসে নিজেই রাস্তা থেকে কয়েন কুড়োতে ব্যস্ত হয়ে পড়েন কর্তব্যরত ড্রাইভার। প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে কয়েন কুড়োন ওই ড্রাইভার।

রাস্তায় বিছানো কয়েনের চাদর

রাস্তায় বিছানো কয়েনের চাদর

তবে তাতেও যখন তিনি দেখেন যে কাজ শেষ হয়নি এবং সব কয়েন কুড়োনো সম্ভব হয়নি, তখন তিনি বাধ্য হয়ে পুলিশের সাহায্য নেন।

রাস্তায় বিছানো কয়েনের চাদর

রাস্তায় বিছানো কয়েনের চাদর

স্থানীয় পুলিশ এসে দেখে কয়েনের একপাশে কোনও ছাপ নেই। তা দেখে পুলিশ প্রথমে ভাবে অবৈধভাবে পাচার করা হচ্ছিল কয়েনগুলি।

রাস্তায় বিছানো কয়েনের চাদর

রাস্তায় বিছানো কয়েনের চাদর

তবে পরে লরির চালক আসল কাগজপত্র দেখালে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।

English summary
Coin filled on road after truck accident in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X