For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা কেলেঙ্কারিতে তিন বছরের সাজা ইউপিএ আমলে কয়লা মন্ত্রকের সচিবের

দিল্লির পাটিয়ালা হাউস আদালত কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত প্রাক্তন কয়লা মন্ত্রকের সচিব এইচসি গুপ্তাকে ৩ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দোষী সাব্যস্ত হয়েছেন আগেই। এদিন দিল্লির পাটিয়ালা হাউস আদালত কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত প্রাক্তন কয়লা মন্ত্রকের সচিব এইচসি গুপ্তাকে ৩ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। বাকী দুই সাজাপ্রাপ্তকে ৪ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে। তবে তিনি সঙ্গে সঙ্গে জামিনও পেয়ে গিয়েছেন। আদালত ১ লক্ষ টাকা ও আরও কিছু শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে।

কয়লা কেলেঙ্কারিতে তিন বছরের সাজা ইউপিএ আমলে কয়লা মন্ত্রকের সচিবের

গত শুক্রবার দিল্লির আদালত ইউপিএ আমলে কয়লা মন্ত্রকের সচিবের পদ সামলানো এইচসি গুপ্তা সহ কয়েকজনকে পশ্চিমবঙ্গের মইরা ও মধুজোড় কয়লা ব্লক অবৈধভাবে কলকাতার বিকাশ মেটাল পাওয়ার লিমিটেড কোম্পানিকে পাইয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে।

২০০৮ সালে অবসরের আগে এইচসি গুপ্তা কংগ্রেস তথা ইউপিএ আমলে দুই বছর কয়লা মন্ত্রকের সচিব ছিলেন। তাকে ছাড়াও বিকাশ মেটালস লিমিটেডের কর্ণধার, একজন কর্মরত ও একজন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক, কয়লা মন্ত্রকের প্রাক্তন যৌথ সচিব কেএস ক্রোফা ও তৎকালীন ডিরেক্টর কেসি সামরিয়াকে দোষী সাব্যস্ত করা হয়।

তারপরে এদিন সাজা ঘোষণা হল। এই ঘটনায় বিরোধী ইউপিএ তথা কংগ্রেস যে ফের বিপাকে পড়তে চলেছে তাতে সন্দেহ নেই।

English summary
Coal scam case: former bureaucrat HC Gupta sentenced to 3 years in jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X