For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রায় লক্ষ চাকরির ভুয়ো নিয়োগের বিজ্ঞাপন! সতর্ক করল কোল ইন্ডিয়া

ভুয়ো নিয়োগের বিরুদ্ধে সতর্ক করল কোল ইন্ডিয়া। সম্প্রতি সাউথ সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের নামে ৮৮,৫৮৫ টি শূন্যপদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

ভুয়ো নিয়োগের বিরুদ্ধে সতর্ক করল কোল ইন্ডিয়া। সম্প্রতি সাউথ সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের নামে ৮৮,৫৮৫ টি শূন্যপদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যাঁরা সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের উদ্দেশে কোল ইন্ডিয়া বলেছে, সাউথ সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড কোনওভাবেই কোল ইন্ডিয়ার সহযোগী সংস্থা নয়, কিংবা কয়লা মন্ত্রকের সঙ্গেও তাদের কোনও সম্পর্ক নেই।

 প্রায় লক্ষ চাকরির ভুয়ো নিয়োগের বিজ্ঞাপন! সতর্ক করল কোল ইন্ডিয়া

বিজ্ঞাপন সম্পর্কে কোল ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাউথ সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড নামে তাদের কোনও সহযোগী সংস্থা নেই। আর এই সঙ্গে কোল ইন্ডিয়ার নাম করে এসসিসিএল-এ যে চাকরির সুযোগ দেখানো হয়েছে তা জালিয়াতিতে ভরা এবং মনগড়া।

জনগণকে সতর্ক করতে কোল ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি কোনও কোন সংস্থা কিংবা ব্যক্তি চাকরি প্রার্থীদের ভুল পথে চালিত করতে চাইছে। বলা হচ্ছে এই সংস্থা
কোল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে যুক্ত। পাশাপাশি তারা কোল ইন্ডিয়ার চাকরির সুযোগের কথা বলে ফেরত যোগ্য কিংবা অফেরত যোগ্য সিকিউরিটি ডিপোজিটের দাবি করছে।

চাকরি প্রার্থীরা যাতে এই ধরনের বিজ্ঞাপনে প্রলুব্ধ না হন, তা নিয়ে সতর্ক করা হয়েছে কোল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। ভবিষ্যতেও যদি এই ধরনের কোনও বিজ্ঞাপন কারও নজরে আসে তাহলে তা স্থানীয় থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি চাকরি প্রার্থীদের কোল ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইট coalindia.in-এ নিয়োগের বিজ্ঞপ্তির জন্য লক্ষ্য রাখতে অনুরোধ করেছে।

English summary
Coal India has cautioned jobs seekers against a fake recruitment notice for 88,585 at SCCLCIL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X