For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট বড় বালাই! এবার সাধুরাও পাবেন পেনশন, লোকসভার আগে রাজ্যে ‘যোগী’-ভজনা

ভোট আসতেই কল্পতরু হয়ে উঠছে সরকারপক্ষ। উত্তরপ্রদেশও সেই পথে হাঁটল। উত্তরপ্রদেশের যোগী সরকার এবার নয়া পদক্ষেপ নিল। হিন্দু সাধু-সন্তদের জন্য খুশির খবর নিয়ে এল যোগী আদিত্যনাথের সরকার।

  • |
Google Oneindia Bengali News

ভোট আসতেই কল্পতরু হয়ে উঠছে সরকারপক্ষ। উত্তরপ্রদেশও সেই পথে হাঁটল। উত্তরপ্রদেশের যোগী সরকার এবার নয়া পদক্ষেপ নিল। হিন্দু সাধু-সন্তদের জন্য খুশির খবর নিয়ে এল যোগী আদিত্যনাথের সরকার। যোগী সরকারের সিদ্ধান্ত, ৬০ বছর বয়স হলেই মাসে মাসে পেনশন পাবেন হিন্দু সাধু-সন্তরা। রাজ্য পেনশন স্কিমেই সাধুদের এই পরিষেবা দেবে যোগী সরকার।

ভোট বড় বালাই! এবার সাধুরাও পাবেন পেনশন

উত্তরপ্রদেশে দুর্গতদের জন্য পেনশনের ব্যবস্থা আছে। বিধবা মহিলারা ও প্রতিবন্ধীরা এই পেনশন পেয়ে থাকেন। উত্তরপ্রদেশে দুর্গতরা এতদিন ৪০০ টাকা করে পেনশন পেতেন। সেই পরিমাণ বাড়ানো হচ্ছে। তাঁদের পেনশন বেড়ে হচ্ছে ৫০০ টাকা। এবার এই পেনশন স্কিমে আনা হচ্ছে সাধু-সন্তদেরও।

এই স্কিমে পেনশন পেতে হলে ৩০ জানুয়ারির মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। তার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্যাম্পও খোলা হবে। কুম্ভমেলা উপলক্ষে রাজ্যের সাধুরা জড়ো হয়েছেন প্রয়াগরাজে। সেখানেও ক্যাম্প খোলা হয়েছে সাধুদের নাম নথিভুক্ত করার জন্য। লোকসভার আগে যোগীর এই পেনশন স্কিম নিয়ে অবশ্য বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না।

বিরোধীদের অভিযোগ, যোগী হিন্দু তোষণ করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন। বেকায়দায় পড়ে বিজেপি এখন থেকেই জাতপাতের রাজনীতি শুরু করে দিয়েছে। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, ভোটের আগে এই পদক্ষেপ হিন্দু তোষণ ছাড়া আর কিছু নয়। এরপর রামলীলায় যাঁরা অভিনয় করে, তাঁদেরও হতো পেনশন দেওয়া হবে।

English summary
CM Yogi Adityanath announces pension for Saints in Uttar Pradesh. Yogi government decides this before Lok Sabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X