For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবসেনা আছে হিন্দুত্বের পথেই, ফের বার্তা দিলেন উদ্ধব ঠাকরে

পতাকা পরিবর্তন করে শিবসেনার হিন্দুত্ব প্রমাণের দরকার নেই। এমনটাই মন্তব্য করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে।

  • |
Google Oneindia Bengali News

পতাকা পরিবর্তন করে শিবসেনার হিন্দুত্ব প্রমাণের দরকার নেই। এমনটাই মন্তব্য করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। প্রসঙ্গত মুম্বইয়ে হিন্দুত্বের ধ্বজা নিয়ে নেমে পড়েছেন এমএনএস প্রধান উদ্ধব ঠাকরের ভাই রাজ ঠাকরে। এটা তারই উত্তর বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিজেপি হিন্দুত্বের পতাকা বহনকারী নয়

বিজেপি হিন্দুত্বের পতাকা বহনকারী নয়

উদ্ধব ঠাকরে আরও বলেন. বিজেপি হিন্দুত্বের পতাকা বহনকারী নয়। মুম্বইয়ে জেলা প্রেসিডেন্ট এবং দলের বিধায়কদের সভায় এই মন্তব্য করেন তিনি।

তাঁর হিন্দুত্ব প্রমাণের দরকার নেই

তাঁর হিন্দুত্ব প্রমাণের দরকার নেই

উদ্ধব ঠাকরে বলেন, তাঁর হিন্দুত্ব প্রমাণের দরকার নেই। কেননা প্রয়াত বালাসাহেব ঠাকরের হিন্দুত্ব ছিল খাঁটি। তিনি তাঁর দলের পতাকারও পরিবর্তন করেননি।

রাজ ঠাকরের পথে নামার দিনেই আক্রমণ উদ্ধবের

রাজ ঠাকরের পথে নামার দিনেই আক্রমণ উদ্ধবের

রবিবার সিএএ-র স্বপক্ষে মুম্বইয়ের পথে নেমেছিলেন রাজ ঠাকরে। সেইদিনটিকেই আক্রমণের জমন্য বেছে নেন উদ্ধব। রাজ ঠাকরে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতারণের দাবি করেন রবিবার । পাশাপাশি হিন্দুদের সজাগ থাকার আহ্বানও তিনি করেছেন। তাঁর সভা থেকে সিএএ ছাড়াও এনআরসির সমর্থনে স্লোগানও ওঠে।

হিন্দুত্ব পরিত্যাগ করেনি শিবসেনা

হিন্দুত্ব পরিত্যাগ করেনি শিবসেনা

সম্প্রতি দলের মুখপত্র সামনায় দেওয়া সাক্ষাৎকারে উদ্ধব ঠাকরে বলেছিলেন, দল এনসিপি, কংগ্রেসের সঙ্গে জোট সরকারে যোগ দিলেও হিন্দুত্বকে পরিত্যাগ করেনি।

English summary
CM Uddhav Thackeray says Shiv Sena doesn't need to change party flag to prove Hindutva
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X