মিথ ভাঙতে পারলেন না রঘুবর, জামশেদপূর্বে হারের পথে মুখ্যমন্ত্রী
কোনও মুখ্যমন্ত্রী পরপর দুবার ক্ষমতায় থাকতে পারেন না ঝাড়খণ্ডে। সেই মিথ ভাঙতে পারলেন না বিজেপির রঘুবর দাস। একদিকে ঝাড়খণ্ডে বিজেপি যেমন জেএমএম জোটের থেকে পিছিয়ে পড়েছে, ঠিক অন্য দিকে জামশেদপুর পূর্ব আসন থেকে প্রায় ৪,৬০০ ভোটে পিছিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী।

ভোটের আগেই রঘুবর দাসকে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছিলেন সরযূ রাই। প্রাক্তন বিজেপি নেতা এবারের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েন। ফলে ১৯৯৫ থেকে জিতে আসা আসনে ছেদ পড়তে চলেছে ২০১৯-এ। ১৯ বছরে এই রাজ্যে ছয় জন মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু কেউই পরপর দুবার মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেননি।
দুপুর ২টোয় প্রাপ্ত তথ্য অনুযায়ী রঘুবর দাস পেয়েছেন ১৮,৮৭৪ টি ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরয়ূ রাই পেয়েছেন ২৩,৫১৭ ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী গৌরভ বল্লভের জমানত জব্দ হওয়ার পথে। তিনি পেয়েছেন ৩,৮৭৭ টি ভোট।
এদিকে এগিয়ে থাকার খবর পেয়ে খুশি সরয়ূ রাই। তাঁর দাবি শেষ পর্যন্ত তিনি ৩০ হাজার ভোটে জিতবেন।
এর আকে সকালে রঘুবর দাস আশাপ্রকাশ করেছিলেন বিজেপি সরকার ফের ক্ষমতায় আসবে।
Jharkhand CM and BJP candidate from Jamshedpur East, Raghubar Das (Pic1), still trailing. Independent candidate Saryu Rai (Pic2) is leading by 7484 votes. #JharkhandAssemblyPolls pic.twitter.com/KlVwocbCc5
— ANI (@ANI) December 23, 2019