মোদী ২য় বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম সাক্ষাতেই রাজ্যে আমন্ত্রণ মমতার! বাড়ালেন জল্পনা
মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সাক্ষাত। তাতে প্রধানমন্ত্রী মোদীকে রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা খনির কাজের উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। পুজোর পর দিন ঠিক করা হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহুর্তে অপ্রীতিকর ঘটনার জন্য সেই অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি তাঁর।
প্রধানমন্ত্রীকে রাজ্যে আমন্ত্রণ প্রসঙ্গে দেউচা-পাঁচামিকে সামনে রেখেছেন মুখ্যমন্ত্রী। কয়লাখনিটি ভারতের বৃহত্তম কয়লা খনি। কাজ শুরু হলে বাংলায় পরবর্তী ১০০ বছরে কয়লার অভাব হবে না। ২, ১০২ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে সেখানে। দিন কয়েক আগে সেখানকার কাজ পর্যবেক্ষণে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কমিটিতে ডিজিপি, জেলা পরিষদ, স্থানীয় পঞ্চায়েতকেও রাখা হয়েছে। প্রকল্পের কাজ শুরু করার আগে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট দেখা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবপক্ষের সঙ্গে কথা বলেই রিপোর্ট তৈরি করা হবে। সপ্তাহখানের আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই প্রকল্পে প্রাথমিকভাবে ১২ হাজার কোটির বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কাজ শুরু হতে ৫ বছর সময় লাগবে।
[ মোদীর পর এবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎপ্রার্থী মুখ্যমন্ত্রী মমতা]
এদিন মুখ্যমন্ত্রী জানান, দেউচা-পাঁচামির কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। পুজোর পর প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে কথা বলে দিন ঠিক করা হবে বলেও জানিয়েছেন তিনি।
[ খুব ভাল আলোচনা হয়েছে! এক সরকারের সঙ্গে অন্য সরকারের কথা, বললেন মমতা]