For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর! ‘আশীর্বাদের রথযাত্রা’র ভিডিও-য় অপদস্থের কাহিনি

বাসকে রথের আকার দিয়ে ‘যাত্রা’ করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ‘আশীর্বাদ যাত্রা’য় বাসের মাথায় দাঁড়িয়ে হাত নাড়ছিলেন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে হঠাৎ উড়ে এল পাথর।

  • |
Google Oneindia Bengali News

বাসকে রথের আকার দিয়ে 'যাত্রা' করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। 'আশীর্বাদ যাত্রা'য় বাসের মাথায় দাঁড়িয়ে হাত নাড়ছিলেন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে হঠাৎ উড়ে এল পাথর। সেই পাথর বৃষ্টির হাত থেকে কোনওরকমে রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা মধ্যপ্রদেশের সিধি জেলার চুরহাটে।

মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর! ‘আশীর্বাদের রথযাত্রা’র ভিডিও-য় অপদস্থের কাহিনি

চুরহাট দিয়ে যখন মুখ্যমন্ত্রীর 'রথ' এগিয়ে আসছিল, তখনই জনতার মধ্যে থেকে উড়ে আসে পাথর। মুখ্যমন্ত্রীকে কালো পতাকাও দেখান একদল। জনতার মধ্যে থেকে নিক্ষেপ করা পাথর অবশ্য মুখ্যমন্ত্রীর গায়ে লাগেনি। তিনি অল্পের জন্য বেঁচে যান। বিক্ষোভের মুখ থেকে মুখ্যমন্ত্রীকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে সক্ষম হন পুলিশ-আধিকারিকরা।

সামনেই বিধানসভা ভোট। সেই উপলক্ষেই জেলায় জেলায় ঘুরছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা করছেন। 'আশীর্বাদ যাত্রা' শীর্ষক এই কর্মসূচিতে বেরিয়েই অপদস্থ হতে হয় মুখ্যমন্ত্রীকে। সিধিতে রথযাত্রা চলাকালীন উড়ে আসে পাথর, মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়। অভিযোগের তির কংগ্রেসের দিকে।

[আরও পড়ুন:কর্ণাটকে বিধানসভার পর পুরসভা-পঞ্চায়েতেও ধাক্কা বিজেপির! লোকসভার আগে চাপ বাড়ল কংগ্রেসেরও][আরও পড়ুন:কর্ণাটকে বিধানসভার পর পুরসভা-পঞ্চায়েতেও ধাক্কা বিজেপির! লোকসভার আগে চাপ বাড়ল কংগ্রেসেরও]

বিজেপির অভিযোগ, সিধির চুরহাটে বিরোধী দল কংগ্রেসের আধিপত্য। চুরহাটের বিধায়ক অজয় সিং এই ঘটনার জন্য দায়ী। অভিযোগ, তাঁর ইন্ধনেই কংগ্রেসের কর্মী-সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছেন। শিবরাজ সিং চৌহান স্বয়ং এই ঘটনা প্রসঙ্গে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন এলাকার বিধায়ক অজয় সিংকে উদ্দেশ্য করে। 'আশীর্বাদ যাত্রা'য় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতা থাকলে প্রকাশ্য আমার সঙ্গে সরাসরি লড়াই করুন। বিরোধী দলের বিধায়কের মতো আমার গায়ে জোর না থাকলেও, আমার সঙ্গে মানুষ রয়েছেন। রাজ্যের মানুষই আমার শক্তি।

[আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের ভিত্তিতেই মধ্যপ্রদেশ বিধানসভা ভোটে টিকিট, নতুন রণকৌশল কংগ্রেসের][আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের ভিত্তিতেই মধ্যপ্রদেশ বিধানসভা ভোটে টিকিট, নতুন রণকৌশল কংগ্রেসের]

এদিকে এই ঘটনায় লিখিত বিবৃতি দিয়ে কংগ্রেস জানিয়েছে, এই ঘটনার সঙ্গে কংগ্রেসের কোনও যোগ নেই। অজয় সিং নিজেই বিবৃতি দেন। তিনি বলেন, চুরহাট কংগ্রেসের এলাকা। এখানে কংগ্রেসের বদনাম করার জন্যই পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটানো হয়েছে।

[আরও পড়ুন:ফর্মুলা ১...২...৩...বিহারে আসন ভাগাভাগির জন্য কোনটি সঠিক, খুঁজছে বিজেপি ][আরও পড়ুন:ফর্মুলা ১...২...৩...বিহারে আসন ভাগাভাগির জন্য কোনটি সঠিক, খুঁজছে বিজেপি ]

English summary
CM of Madhya Pradesh Shibraj Singh Chouhan saves from stones at Sidhi. CM was in a Ratha Yatra before assembly election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X