জোটের জয়ী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেমন্ত সোরেন প্রথম প্রতিক্রিয়াতেই সরব সিএএ-এনআরসি নিয়ে
কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হেমন্ত সোরেন জয়ী হয়েছেন দুটি কেন্দ্র থেকেই। দুমকা এবং বারহেতি দুটি কেন্দ্রেই বিপুল ভোটে জিতেছেন তিনি। জয়ের পরেই প্রথম প্রতিক্রিয়ায় সিএএ-এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন হেমন্ত সোরেন।

বিজেপিকে সরাসরি আক্রমণ করে হেমন্ত বলেছেন, আবারও দেশবাসীকে নাগরিকত্ব প্রমানের লাইনে দাঁড় করাতে চাইছে মোদী সরকার। যে দেশে ১৮ কোটি মানুষ দিন মজুর তাঁদের কাছে নাগরিকত্ব প্রমানের কাগজ চাইছে বিজেপি সরকার। দিন আনি দিন খাওয়া দরিদ্র শ্রমিক পরিবারের অধিকাংশের কোনও ঘরবাড়ি নেই। নেই জমিও। দুমুঠো খাবার জোটাতে যাঁদের প্রাণপাত করতে হয় তাঁরা কী করে নাগরিকত্ব প্রমানের কাগজ সংগ্রহ করবে। দেশকে আবার সেই নোটবাতিলের পরিস্থিতির মুখে দাঁড় করাচ্ছেন মোদী সরকরা।
আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে বেশ বেকায়দায় রয়েছে বিজেপি। ১৭ থেকে ১৮ রাউন্ড গণনা প্রায় শেষ। বিজেপির আসন সংখ্যা কমতে শুরু করেছে। অন্যদিকে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট ভাল ফলাফলের দিকে এগোতে শুরু করেছে। ইতিমধ্যেই হেমন্ত সোরেনের সমর্থকরা উল্লাস শুরু করেছেন একাধিক জায়গায়।
রাজ্যপালকে পদ্মপাল বলে কটাক্ষ পড়ুয়াদের, বিক্ষোভের মধ্যেই উঠল পদত্যাগের দাবি