For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগে বড় চমক, বিপুল পরিমান জলকর মাফ করলেন মুখ্যমন্ত্রী

সামনেই বিধানসভা ভোট রাজধানী দিল্লিতে। তার আগে বড় চমক দিলেন আপ সরকার। প্রায় ১৩ লাখ বাসিন্দার জল কর মাফ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Google Oneindia Bengali News

সামনেই বিধানসভা ভোট রাজধানী দিল্লিতে। তার আগে বড় চমক দিলেন আপ সরকার। প্রায় ১৩ লাখ বাসিন্দার জল কর মাফ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে সমস্যা একটাই যাঁদের বাড়িতে জলের মিটার বসানো আছে তাঁরাই এই সুবিধা পাবেন।

কেজরিওয়ালের ভোটের চমক

কেজরিওয়ালের ভোটের চমক

শিয়রে ভোট তাই একের পর এক চমক দিয়েই চলেছে দিল্লির আপ সরকার। কয়েকদিন আগে দিল্লি মেট্রোয় মহিলা এবং শিশুদের বিনা টিকিকে সফরের কথা ঘোষণা করেছিলেন তিনি। তাই নিয়ে টানাপোড়েন হলেও শেষ পর্যন্ত লাভবান হয়েছিলেন তাঁরা। এরপর সরকারি বাসেও মহিলা যাত্রীদের বিনাটিকিটে সফরের সুবিধার কথা ঘোষণা করেন তিনি। আর তার পরের চমকটি তিনি দিলেন জল নিয়ে। যেটা মানুষের অত্যাবশ্যকীয় পরিষেবার মধ্যে পড়ে। প্রায় ১৩ লাখ দিল্লিবাসীর বিপুল পরিমাণ বকেয়া জলকর মকুব করার কথা ঘোষণা করেছেন তিনি। জলকর আরোপ করে প্রায় ৬০০ কোটি টাকা কোষাগারে ভরেছেন মুখ্যমন্ত্রী।

কেজরিওয়ালের ঘোষণা

কেজরিওয়ালের ঘোষণা

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দিল্লিবাসীকে সুখবর শুনিেয়ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জলকর আদায় করে এতোটাই লাভবান হয়েছে রাজ্য সরকার যে বকেয়া জলকর মকুব করার কথা ঘোষণা করেছেন তিনি। দিল্লির প্রায় ১৩ লাখ বাসিন্দা এই সুবিধা পাবেন। যাঁদের বাড়িতে জলের মিটার রয়েছে তাঁরাই এই সুবিধা পাবেন। ২০১৯ সালের ৩১ মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জলকর মকুব করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন জলের সংযোগের ক্ষেত্রে যাঁরা ই, এফ, জি এবং এইচ ক্যাটাগোরির তাঁদের ১০০ শতাংশ জলকর মকুব করা হবে। অর্থা‌ৎ পুরোটাই মাফ। যাঁরা সি ক্যাটাগোরির তাঁদের ৫০ শতাংশ কর মাফ করা হবে। এ এবং বি ক্যাটাগোরির ২৫ শতংশ জলকর মকুব হবে।

রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া

রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া

দিল্লির মুখ্যমন্ত্রী এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। পুরোটাই রাজনৈতিক উদ্দ্যেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিরোধীরা। এদিকে ক্ষমতায় আসার আগে দিল্লিবাসীকে বিনামূল্যে জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। ক্ষমতায আসার পর সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি তিনি। বিধানসভা ভোটের আগে তাই জলকম মকুব করে গিমিক তৈরির চেষ্টা করছেন আপ সুপ্রিমো এমনই অভিযোগ করেছে বিজেপি।

যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে কেজরিওয়াল দাবি করেছেন, জলের ব্যাবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই তাঁর লক্ষ্য ছিল। সেই লক্ষ্য অনেকটাই সফল হয়েছে। দিল্লিবাসী এই ঘোষণার পর স্বতোঃপ্রণোদিত হয়ে নিজের নিজের বাড়িতে জলের মিটার বসানোর আবেদন জানাবেন বলে দাবি করেছেন তিনি।

[আরও পড়ুন:বাংলা থেকে টার্গেট এক কোটি! মিশন ২০২১-এ ক্ষমতা দখলই যে পাখির চোখ বিজেপির][আরও পড়ুন:বাংলা থেকে টার্গেট এক কোটি! মিশন ২০২১-এ ক্ষমতা দখলই যে পাখির চোখ বিজেপির]

English summary
CM Arvind Kejriwal has announced water waiver for over 13 lakh Delhi residents
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X