For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সফরকে নিশানা করতেই কি বেনারসে ছাত্র-পুলিশ সংঘর্ষ, কেন রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী যোগীর

ছাত্রদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় এবার রিপোর্ট তলব করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

  • |
Google Oneindia Bengali News

এক ছাত্রীর হেনস্থা ও তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে, শনিবার থেকেই অগ্নিগর্ভ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সেখানে ছাত্রদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় এবার রিপোর্ট তলব করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও জেলার ৩ প্রশাসনিক আধিকারিককে পদ থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর।

পুলিশ ও ছাত্রদের ধস্তাধস্তিতে অনেকেই আহত হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন বহু ছাত্রীও। হেনস্থা ইস্যুতে, বিশ্ববিদ্যালয়ের উাপচার্যের বাড়ির সামনে ছাত্রদের জমায়েতের ওপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। পাল্টা পাথর ছোঁড়ে ছাত্ররাও। এমনই অভিযোগ এনেছে পুলিশ। এদিকে, গোটা ঘটনার সমালোচনা করেছে সমাজবাদী পার্টি , কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলি।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পুলিশি লাঠিচার্জের ঘটনায় এই পদক্ষেপ যোগী সরকারের

পড়ুয়াদের দাবি ছিল তাঁরা এই ইস্যুতে উপাচার্যের সঙ্গে দেখা করতে চান। কিন্তু তাঁদের তা থেকে বিরত করে মারধর করা হয় বলে দাবি পড়ুয়াদের। এরকম অচলাবস্থার জেরে বিশ্ববিদ্যালয়ে আগেভাগেই দশেরার ছুটি এগিয়ে নিয়ে আসা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি ,প্রধানমন্ত্রী মোদীর বারাণসী সফরকে নিশানা করেই এই অচলাবস্থা জোর করে তৈরি করা হয়েছে বলে দাবি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই অচলাবস্থা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বলে দাবি বিশ্ববিদ্যালয়ের।

ক্যাম্পাসে উত্তেজনার সূত্র পাত গত শনিবার থেকে। তার আগে এক ছাত্রীকে ৩ বাইক আরোহী হেনস্থা করে বলে অভিযোগ। সেই ইস্যুতে শনিবার উপাচার্যের কাছে পড়ুয়ারা দাবি দাওয়া নিয়ে হাজির হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার প্রেক্ষিতে যে অবস্থান নেয় , তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে পড়ুয়ারা। আর তার জেরেই এই উত্তাল পরিস্থিতি বিশ্ববিদ্যালয় চত্বরে।

English summary
The ongoing protest at Banaras Hindu University (BHU), over an alleged incident of sexual harassment, took a violent turn late on Saturday night as several students, mostly girls, were injured in a police lathicharge. At least four girls are reported to have suffered head injuries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X