For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌করোনায় ক্লাস্টার ও প্রকোপ দমাতে হু–এর সঙ্গে আলোচনা স্বাস্থ্য মন্ত্রকের

‌করোনায় ক্লাস্টার ও প্রকোপ দমাতে হু–এর সঙ্গে আলোচনা স্বাস্থ্য মন্ত্রকের

Google Oneindia Bengali News

করোনার ক্লাস্টার সংক্রমণ ও প্রাদুর্ভাব কমাতে কেন্দ্র সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু)‌–এর সঙ্গে মাইক্রো প্ল্যান নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল এদিন সাংবাদিকদের রোজকার বিবৃতি দেওয়ার সময়ই এই তথ্য জানান।

সংক্রমণ রুখতে মাইক্রো প্ল্যান

সংক্রমণ রুখতে মাইক্রো প্ল্যান

লভ আগরওয়াল বলেন, ‘‌স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রক গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যকর্মী এবং ফিল্ড অফিসারদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেছে, যেখানে জেলা পর্যায়ে কোভিড-১৯ এর ক্লাস্টার ও প্রাদুর্ভাবের জন্য মাইক্রো প্ল্যান আলোচনা করা হয়েছে।'‌ এদিন আগরওয়াল করোনা দেশে আক্রান্তের পরিসংখ্যান জানান সাংবাদিকদের। তিনি জানিয়েছেন যে দেশে পজিটিভ কেসের সংখ্যা ১২,৩৮০ ও মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪১৪। তিনি আরও জানিয়েছেন যে গত ২৪ ঘণ্টায় ৯৪১টি নতুন কেস করোনা ভাইরাসের সনাক্ত হয়েছে। এখনও পর্যন্ত ১৪৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন এবং গত ২৪ ঘণ্টায় ১৮৩ জন করোনা মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন লভ আগরওয়াল।

৩ মে পর্যন্ত চলবে না গণ পরিবহন

৩ মে পর্যন্ত চলবে না গণ পরিবহন

স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। গণ পরিবহন পুনরায় চালু হও্যয়া নিয়ে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে সব ধরনের পরিবহন ৩ মে পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে। তিনি আরও স্পষ্ট করে দেন যে সব বাস, ট্রেন ও বিমান পরিষেবা লকডাউন ওঠা না পর্যন্ত বন্ধ রাখা হবে। এমনকী ক্যাব, রিক্সাও গ্রাহকদের পরিষেবা দেবে না এই সময়।

লকডাউনে কিছু কড়া নিয়ম

লকডাউনে কিছু কড়া নিয়ম

স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন যে মুখের মাস্ক, সামাজিক দুরত্ব বজায় ও প্রকাশ্যে একজায়গায় পাঁচজন বা তার বেশি জমায়েতের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লকডাউন যাতে কার্যকর হয় তার জন্য সমস্ত রাজ্যকে পর্যবেক্ষণে রাখা হবে।

English summary
cluster and outbreak of corona reduce union health ministry talk to who,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X