For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, বাড়ছে নদীর জল! রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের

ভোররাতে মেঘভাঙা (cloud burst) বৃষ্টিতে বিপর্যয়। উত্তরাখণ্ডের (uttarakhand) দেরাদুন (Dehradun) জেলার রায়পুর ব্লকের সারখেতে মেঘভাঙা বৃষ্টির খবর পেয়েই সেখানে যায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। এসডিআরএফ-এর তরফে জানা

  • |
Google Oneindia Bengali News

ভোররাতে মেঘভাঙা (cloud burst) বৃষ্টিতে বিপর্যয়। উত্তরাখণ্ডের (uttarakhand) দেরাদুন (Dehradun) জেলার রায়পুর ব্লকের সারখেতে মেঘভাঙা বৃষ্টির খবর পেয়েই সেখানে যায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। এসডিআরএফ-এর তরফে জানানো হয়েছে আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করা হয়েছে ভোর ২.৪৫-এ এই ঘটনা ঘটে। গ্রামবাসীদের কেউ কেউ স্থানীয় রিসর্টে আশ্রয় নেন। অন্যদিকে আবহাওয়া (weather) দফতরের তরফে বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরাখণ্ডে আগেই সতর্কতা জারি

আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ এবং পশ্চিম উত্তর প্রদেশে ১৯-২০ অগাস্ট বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিস। সঙ্গে বলা হযেছিল এদিন জম্মু ও কাশ্মীর পঞ্জাবে মাঝারি বৃষ্টি হতে পারে। ২০-২২ অগাস্ট পূর্ব রাজস্থানে এবং রবিবার হরিয়ানার কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি, বাড়ছে নদীর জল

টানা বৃষ্টিতে দেরাদুনের তপকেশ্বর মহাদেবের মন্দিরের কাছ দিয়ে বয়ে চলা তমসা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নদীর জলস্তর ব্যাপক বৃদ্ধির জেলে মাতা বৈষ্ণ দেবী মন্দিরের সঙ্গে তপকেশ্বরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মুশলধারায় বৃষ্টির জেরে তোতাঘাটি এবং বদ্রীনাথ মন্দিরে যাওয়ার জাতীয় সড়কের অনেক জায়গায় যান চলাচল ব্যাহত হয়েছে।
তেহরি জেলার মধ্যে দিয়ে যাওয়া ভিলাঙ্গানা, নেইলচামি এবং বালগঙ্গা নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। গঙ্গায় জলস্তর সর্বোচ্চ সীমা লঙ্ঘন করায় হরিদ্বারের নিচু এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে।

বৈষ্ণদেবী যাত্রা সাময়িক বন্ধ

ভারী বৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরেও। যে কারণে রিয়াসী জেলার ত্রিকূট পাহাড়ের চূড়ায় থাকা বৈষ্ণদেবীর মন্দিরের যাত্রা সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে। তবে শ্রী মাতা বৈষ্ণ দেবী শ্রাইন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর নেই। শনিবার সকালে তা আবার দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হয়।

হিমাচল প্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

টানা বৃষ্টির কারণে হিমাচল প্রদেশের মাণ্ডি-সহ বেশি কিছু জায়গায় এদিন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কুলুর জেলাশাসক টানা বৃষ্টির কারণে সেখানে এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র-সহ সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন।

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ওড়িশা, ঝাড়খণ্ডে রেড অ্যালার্ট

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ইতিমধ্যেই ওড়িশার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। এছাড়াও উপকূলীয় এলাকায় ঘন্টায় ৫৫-৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। ওড়িশা সরকারের তরফে বন্যা মোকাবিলায় সবরকমের চেষ্টার কথা বলা হয়েছে।
রাঁচির আবহাওয়া দফতরের তরফে ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সরাইকেলা-খারসওয়ান, পূর্ব ও পশ্চিম সিংভূম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিম ও মধ্য ঝাড়খণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজস্থানের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ২০ অগাস্টের পর থেকে কোটা, ভরতপুর বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ২১ ও ২২ অগাস্ট নাগাদ রাজস্থানের কোটা, উদয়পুর, জয়পুর, ভরতপুর এবং আজমেড়ের বেশিরভাগ জায়গায়ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Weather Update: রবিবার থেকে ফের আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়াWeather Update: রবিবার থেকে ফের আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

English summary
Cloud burst un Uttarakhand increases river water, IMD alert on heavy rain in different states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X