For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাকাশে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা, আজ সন্ধ্যেয় যা দেখা যাবে টেলিস্কোপ ছাড়াই

ফের মহাকাশ সাক্ষী হতে চলেছে একটি বিরল মহাজাগতিক ঘটনার। আর খানিকক্ষণের মধ্যে চাঁদের কাছাকাছি চলে আসবে শুক্র।

  • |
Google Oneindia Bengali News

ফের মহাকাশ সাক্ষী হতে চলেছে একটি বিরল মহাজাগতিক ঘটনার। আর খানিকক্ষণের মধ্যে চাঁদের কাছাকাছি চলে আসবে শুক্র। এই বিরল ঘটনা দেখবার জন্য কোনও টেলিস্কোপের প্রয়োজন নেই। দেখা যাবে খালি চোখেই। সারা দেশের পরিস্কার আকাশ থেকে এদিন এই ঘটনা সরাসরি দেখা যাবে।

মহাকাশে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা, আজ সন্ধ্যেয়ে দেখা যাবে টেলিস্কোপ ছাড়াই

বেঙ্গালুরু থেকে এই চমকপ্রদ ঘটনা সরাসরি দেখা যাবে সন্ধ্যে ৭ টা নাগাদ। খানি চোখেই দেখা যাবে এই ঘটনা। তবে আকাশ সেই সময়ে মেঘাচ্ছন্ন থাকবার কথা। এদিন সূর্যাস্তের পর ২ ঘণ্টা বাদেই দেখা যাবে এই মজাহাজগতিক ঘটনা। নয়াদিল্লি থেকে এই দৃশ্য দেখা যাবে সাড়ে ৭ টা নাগা। এই জুটিকে দিগন্তে থেকে ২৯ ডিগ্রি উপরে দেখা যাবে। মাহাকাশের এমন চমকপ্রদ ঘটনা ধরা পড়েত চেলেছে আর কিথুক্ষণের মধ্যেই।

বহু ক্ষেত্রেই এরকম এক দৃশ্য দেখবার জন্য মুখিয়ে থাকেত দেখা যায় কৌতূহল পিপাষুদের। বহু ক্ষেত্রে এই দৃশ্য দেখতে প্রয়োজন হয় টেলিস্কোপের। কিন্তু আজকের জন্য তা প্রয়োজন হবে না। শুক্র এদিন -৪.০ ম্যাগনিচ্যুডে থাকবে আর চাঁদ থাকবে -১০. ৩ তে।

English summary
close apporach of the moon and venus will be visible from India, here is the details.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X