For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসুদ আজহারের বিচার হবেই, চুপ থাকবে না দিল্লি, বললেন আকবারউদ্দিন

জৈশ- এ মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের বিচার না হওয়া পর্যন্ত চুপ করে বসে থাকবে না দিল্লি। এমনটাই জানালেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি ও বিদেশমন্ত্রকের প্রাক্তন মুখপাত্র সৈয়দ আকবারউদ্দিন।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

জৈশ- এ মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের বিচার না হওয়া পর্যন্ত চুপ করে বসে থাকবে না দিল্লি। এমনটাই জানালেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি ও বিদেশমন্ত্রকের প্রাক্তন মুখপাত্র সৈয়দ আকবারউদ্দিন। পাঠানকোট হামলার মূল চক্রী মাসুদ আজহারকে শীঘ্রই আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

[আরও পড়ুন:রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে এবার 'কাজে নামার' ডাক, মায়ানমারকে হুঁশিয়ারি মাসুদ আজহারের][আরও পড়ুন:রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে এবার 'কাজে নামার' ডাক, মায়ানমারকে হুঁশিয়ারি মাসুদ আজহারের]

মাসুদ আজহারের বিচার হবেই, চুপ থাকবে না দিল্লি, বললেন আকবারউদ্দিন

আকবারউদ্দিন বলেছেন, বর্তমানে বিষয়টি রাষ্ট্রসঙ্ঘের কমিটির কাছে রয়েছে। ভারতের আশা, মাসুদ আজহারকে তার উপযুক্ত তকমা শীঘ্রই দেওয়া হবে, যা ভারত অনেকদিন ধরেই দাবি করে আসছে কিন্তু সফল হচ্ছে না। মৌলানা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেওয়া নিয়ে অনেকদিন ধরেই সরব ভারত। আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনও ভারতের পাশেই রয়েছে। কিন্তু প্রত্যেকবার চিনের বাধায় রাষ্ট্রসঙ্ঘে বিষয়টি ঝুলে আছে।

মাসুদ আজহারের বিচার হবেই, চুপ থাকবে না দিল্লি, বললেন আকবারউদ্দিন

গত অগাস্ট মাসেই তিন মাসের জন্য এই বিষয়ে 'টেকনিক্যাল হোল্ড' জারি করেছে চিন। নাহলে হয়ত এতদিনে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়ে যেত। এবিষয়ে প্রশ্ন করা হলে আকবারউদ্দিন বলেন, এই প্রশ্নের উত্তর চিন বেশি ভাল দিতে পারবে। তিনি আরও বলেন, পাকিস্তান সরকার বা মৌলানা মাসুদ আজহার যতই দেরি করার চেষ্টা করুক, যা ভবিতব্য তা হবেই। এর শেষ না দেখে নয়াদিল্লি ছাড়বে না। উল্লেখ্য চিনের আনা টেকনিক্যাল হোল্ট নভেম্বর মাসের ২ তারিখ শেষ হচ্ছে।

English summary
Delhi will not sit idle until JeM chief Maulana Masood Azhar will brought o justice, says Indian representative at UN Syed Akbaruddin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X