ক্লাস চলাকালীনই মোবাইলে পর্ন দেখতে ব্যস্ত সপ্তম শ্রেণির ছাত্রী
কোয়েম্বাটুর, ১০ জুলাই : পর্ন সিনেমা ও মাদকাসক্তি, এই দুটিই এই প্রজন্মের ছেলেমেয়ের মানসিক বিকাশে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
ছোট বয়সেই হাতে মোবাইল এসে যাওয়া এই বিপদকে আরও বাড়িয়ে দিচ্ছে। এই সত্যটা হাড়ে হাড়ে টের পেলেন তামিলনাড়ুর কোয়েম্বাটুরের এক দম্পতি, যখন তাঁদের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ক্লাসে শিক্ষক থাকাকালীনই মোবাইলে পর্ন সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ল।

কোয়েম্বাটুরের সাই বাবা কলোনিতে একটি ইংরেজি মাধ্যম স্কুলে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ক্লাস নেওয়ার সময়ে শেষ বেঞ্চে কিছু অসংলগ্ন আচরণ লক্ষ্য করেন শিক্ষক। সেখানে গিয়ে ধরতেই ওই ছাত্রীর কাছে পাওয়া যায় একটি মোবাইল। সেটা ঘেঁটে দেখা যায় তাতে নানা যৌন উত্তেজক ভিডিও রয়েছে।
ঘটনার পরই সময় নষ্ট না করে ওই শিক্ষক স্কুলের প্রিন্সিপালকে তা জানালে ডেকে পাঠানো হয় ছাত্রীর অভিভাবককে। গোটা ঘটনা জেনে ও মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেন ছাত্রীর বাবা-মা। যদিও সাতদিনের জন্য সাসপেন্ড করা হয় ছাত্রীটিকে।