For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর রাজ্যে বাথরুমে ১ম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে আঘাত ষষ্ঠ শ্রেণির ছাত্রীর, কারণ জানলে অবাক হবেন

স্কুলের টয়লেটে প্রথম শ্রেণির ছাত্রকে ছুড়িতে বিদ্ধ করার ঘটনায় চাঞ্চল্য লখনৌ-এ। স্কুলেরই সিনিয়র এক ছাত্রী এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ছাত্র ভর্তি কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে।

  • |
Google Oneindia Bengali News

স্কুলের টয়লেটে প্রথম শ্রেণির ছাত্রকে ছুড়িতে বিদ্ধ করার ঘটনায় চাঞ্চল্য লখনৌ-এ। স্কুলেরই সিনিয়র এক ছাত্রী এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্র ভর্তি কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে।

যোগীর রাজ্যে বাথরুমে ছাত্রকে ছুরি দিয়ে আঘাত ছাত্রীর

আহত ছাত্র পুলিশকে জানিয়েছে, সিনিয়র ছাত্রী তাকে মেরেছে স্কুল আগে ছুটি করার জন্য। ঘটনাটি ঘটে মঙ্গলবার লখনৌ-এর ত্রিবেণীনগরের ব্রাইটল্যান্ড ইন্টার কলেজ স্কুলে। হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে বিষয়টি জানানোর পরেই ঘটনাটি সবার নজরে আসে।

প্রথম শ্রেণির ছাত্রটি পুলিশকে জানিয়েছে, বয়কাট চুলের এক দিদি তাকে ডাকে। বলে এক শিক্ষক তার খোঁজ করছেন। বাথরুমে নিয়ে গিয়ে তাকে চড় মারে সেই ছাত্রী। এরপর ধারালো কিছু দিয়ে তার ওপর হামলা করা হয়। দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদে ছাত্রটি জানিয়েছে, সে যখন ছাত্রীটিকে জিজ্ঞাসা করে, কেন সে তাকে মারছে। ছাত্রীটি উত্তরে জানায়, সে চায় স্কুল সেদিনের জন্য আগেই ছুটি ঘোষণা করুক। এমনটাই দাবি করেছে ছাত্রটি।

টয়লেটের ভিতরে লক করে প্রথম শ্রেণির ছাত্রের বুকে ও পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। স্কুলের ডিসিপ্লিন হেড অমিত সিং ছাত্রের আর্তি শুনতে পেয়েই ছুটে যান। সেই সময় ছাত্রের দেহ রক্তে ভেসে যাচ্ছিল। মুখ বাধা ছিল কাপড় দিয়ে। ওই ছাত্রকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ ছাত্রের বাবা-মাকে প্রথমে জানায়, দুর্ঘটনায় পড়েছিল তাঁদের সন্তান। সংবাদ মাধ্যম হাসপাতালে যাওয়ার পর আসন ঘটনা সামনে আসে।

পুলিশের কাছে ঘটনাটি সময়ে না জানানোয় স্কুল কর্তৃপক্ষের কাছে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফ স্কুলস। একইসঙ্গে পুলিশ অভিযুক্ত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকেও জেরা শুরু করেছে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে গত বছরে গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র খুনের ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে।

English summary
Class I Lucknow boy stabbed by senior girl student in school toilet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X