For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মীয় মূর্তি ভাঙা নিয়ে সংঘর্ষ, হিংসার কবলে এই প্রতিবেশী রাজ্য

শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের বিভিন্ন অংশ। বিহারের নালন্দায় সকাল থেকেই ছড়াতে থাকে সাম্প্রদায়িক সংঘর্ষের আগুন

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের বিভিন্ন অংশ। বিহারের নাওয়াদায় সকাল থেকেই ছড়াতে থাকে সাম্প্রদায়িক সংঘর্ষের আগুন। এলাকায় এক ধর্মীয় মূর্তিকে ভেঙে ফেলা নিয়ে শুরু হয় উত্তেজনা।

ধর্মীয় মূর্তি ভাঙা নিয়ে সংঘর্ষে উত্তাল এই প্রতিবেশী রাজ্য

[আরও পড়ুন:শুখা বিহারে শুকনো নেশার রমরমা, ২ হাজার গুণ বেড়েছে বাজেয়াপ্ত গাঁজার পরিমাণ ][আরও পড়ুন:শুখা বিহারে শুকনো নেশার রমরমা, ২ হাজার গুণ বেড়েছে বাজেয়াপ্ত গাঁজার পরিমাণ ]

পরিস্থতিতি এতটাই হাতের বাইরে চলে যায়, যে জমায়েত হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। যদিও , জেলাশাসক জানিয়েছেন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত দুই সপ্তাহ ধরে বিহারের বিভিন্ন অংশে ধর্মের নামে ক্রমাগত সংঘর্ষ চলেছে। হিংসার ঘটনায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি-জেডিইউ-এর এনডিএ জোটের বিহার সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পাচ্ছে। জানা গিয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মীও।

এর আগে, গত ২৬ মার্চ বিহারের অউরাঙ্গাবাদ হিংসার আগুনে জ্বলতে থাকে রাম নবমীকে ঘিরে। সেই আগুন ছড়ায় আশপাশের জেলাতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক বিজেপি নেতাকে গ্রেফতারের নির্দেশও দেয় নীতিশ সরকার। উল্লেখ্য়, ওই বিজেপি নেতা তথা সাংসদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য পেশের অভিযোগ রয়েছে।

[আরও পড়ুন: আসছে নির্বাচন, জাতি হিংসার দাপট বাড়ছে পশ্চিমবঙ্গে, বলছে কেন্দ্রের রিপোর্ট][আরও পড়ুন: আসছে নির্বাচন, জাতি হিংসার দাপট বাড়ছে পশ্চিমবঙ্গে, বলছে কেন্দ্রের রিপোর্ট]

English summary
Clashes break out after religious idol vandalised in Bihar .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X