For Quick Alerts
For Daily Alerts
দিল্লি ফের অগ্নিগর্ভ! পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে পাথর বৃষ্টি, রণক্ষেত্র এলাকা
ফের একবার উত্তপ্ত রাজধানী দিল্লি। গত রবিবারের পর এদিন ফের নতুন করে সংঘর্ষের রূপ নিতে থাকে রাজধানী দিল্লি। এজিন জাফরাবাদ এলাকায় ব্যাপক সংঘর্ষের ছবি উঠে আসে। দুই তরফের খণ্ডযুদ্ধে দেখা যায় পাথর বৃষ্টির ছবি। পাল্টা টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। এদিকে, সূত্রের দাবি, পূর্ব দিল্লিতে একটি পুলিশ স্টেশনে অগ্নি সংযোগ করা হয়। দিল্লি পুলিশের তরফে সাফ জাননো হয়েছে, গোটা পরিস্থিতির সঙ্গে যারা যুক্ত তাদের রেয়াত করা হবে না।
{photo-feature}