For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলেজের বহিরাগতদের 'অনুপ্রবেশ'! বিজেপি শাসিত উত্তর-পূর্বের রাজ্যে এবিভিপিকে 'চ্যালেঞ্জ' বিরোধীদের

ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত ত্রিপুরার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়। এবিভিপি এবং এন এস ইউআই’র মধ্যে দফায় দফায় খন্ডযুদ্ধে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত ত্রিপুরার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়। এবিভিপি এবং এন এস ইউআই'র মধ্যে দফায় দফায় খন্ডযুদ্ধে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৬ জন ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কলেজে বহিরাগতের প্রবেশের অভিযোগকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।

 কলেজের বহিরাগতদের অনুপ্রবেশ! বিজেপি শাসিত উত্তর-পূর্বের রাজ্যে এবিভিপিকে চ্যালেঞ্জ বিরোধীদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষে জড়িয়ে পড়া দুদল ছাত্রে হাতেই ছিল দা, লাঠি, অস্ত্র। খবর পাওয়ার পর সেখানে মাত্র চারজন পুলিশ ও টিএসআরকে পাঠানো হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।

এন এস ইউ আই-এর অভিযোগ, কাউন্সিল গঠনের জন্য এবিভিপি সংগঠন থেকে সিলেকশন করা হচ্ছে। বিষয়টি নিয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে প্রথমে মত বিরোধ দেখা দেয়। কেন বহিরাগতরা কলেজে প্রবেশ করবে নিয়ে এবিভিপি প্রশ্ন তোলে। এন এস ইউ আই-এর দাবি দুই বহিরাগত কলেজে পুনরায় ভর্তির জন্য গিয়েছে। এন এস ইউ আই-এর অভিযোগ, তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে প্রথমে হামলা চালায় আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। এই সময় এন এস ইউ আই-এর বেশ কয়েকজন আহত হন। অভিযোগ এরপর পাল্টা হামলা চালায় এন এস ইউ আই। কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকদের সামনেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।

হাসপাতালে দুই ছাত্র সংগঠনের আটজনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে ৬ জন এনএসইউআই এবং ২ জন এবিভিপি-র।

English summary
Clash between two student organisations at Kailasahar in Tripura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X