For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘনিয়ে আসছে প্রধান বিচারপতির অবসরের দিন, সময়ে শেষ না হলে কী হবে অধোয্যা মামলার?

হাতে আর বেশি সময় নেই। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসর গ্রহনের দিন এগিয়ে আসছে তার আগে অযোধ্যা মামলার নিষ্পত্তি না হলে কী হবে? সেটাই এখন চিন্তা বাড়িয়েছে।

Google Oneindia Bengali News

হাতে আর বেশি সময় নেই। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসর গ্রহনের দিন এগিয়ে আসছে তার আগে অযোধ্যা মামলার নিষ্পত্তি না হলে কী হবে? সেটাই এখন চিন্তা বাড়িয়েছে। সেকারণেই ১৮ অক্টোবরের মধ্যে মামলার শুনানি শেষ করতে বলেছেন প্রধান বিচারপতি। সেটা যদি সম্ভব হয় তাহলে রায়দানের জন্য খুব বেশি হলে এক মাস সময় পাওয়া যাবে। কারণ চলতি বছরের ১৭ নভেম্বর অবসর নিতে চলেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

ঘনিয়ে আসছে প্রধান বিচারপতির অবসরের দিন, সময়ে শেষ না হলে কী হবে অধোয্যা মামলার?

তাই এই সময়ের মধ্যে কোনও ভাবেই যে অযোধ্যা মামলার রায়দান সম্ভব নয় সেটা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। যতই তাড়াহুড়ো চলুক শুনানি নিয়ে ফের সেই আগের পর্যায়েই পৌঁছতে চলেছে অযোধ্যা মামলা। আবার দিনের পর দিন ধরে চলবে শুনানি।

কারণ শুনানি শেষ হলেও অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে রায়দান করার জন্য একটি নির্দিষ্ট সময় বিচার বিবেচনার প্রয়োজন রয়েছে। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের হাতে আর সেসময় নেই। কারণ রায়দানের সঙ্গে জড়িয়ে আছে সাম্প্রদায়িক বিষয়। কোনওভাবেই রায়দান করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রায়দানের পরবর্তী অবস্থা কী হতে পারে সেটাও বিবেচনা করতে হবে বিচারপতিদের।

অযোধ্যা ২.৭৭ একর জমিতে রাম মন্দির তৈরি হবে না বাবরি মসজিদ তৈরি হবে এই নিয়ে চরম সংশয় তৈরি হয়েছে। যদিও মুসলিম বুদ্ধিজীবীদের একটি অংশ এই বিতর্কিত জমি হিন্দুদের দান করার পক্ষেই মত দিয়েছে। এমনকী সুন্নি ওয়াকফ বোর্ডও জমিটি হিন্দুদের দান করার পক্ষেই মত দিয়েছে। কিন্তু তারপরেও থেকে যাচ্ছে একাধিক প্রশ্ন। সেই প্রশ্নের মিমাংসা না হওয়া পর্যন্ত অযোধ্যা মামলার রায়দান বিশবাঁও জলে বলেই মনে করা হচ্ছে। তাই চেষ্টা করলেও প্রধান বিচারপতি রঞ্জন গগৈ হয়তো এই মামলার রায়দান করে যেতে পারবেন না।

English summary
CJI Ranjan Gogoi retires on November 17, the bench requires to deliver verdict before that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X