For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা মামলার দ্রুত নিস্পত্তির দাবিতে শীর্ষ আদালতে আবেদন

অযোধ্যা মামলায় আদালত নিযুক্ত মধ্যস্থতাকারী কোনও কোনও কাজ করছে না। এমনই অভিযোগ করছিল করে শীর্ষ আদালতে আবেদন জানিেয়ছেন গোপাল সিং বিশারদ নামে এক ব্যক্তি।

Google Oneindia Bengali News

অযোধ্যা মামলায় আদালত নিযুক্ত মধ্যস্থতাকারী কোনও কোনও কাজ করছে না। এমনই অভিযোগ করছিল করে শীর্ষ আদালতে আবেদন জানিেয়ছেন গোপাল সিং বিশারদ নামে এক ব্যক্তি। সেই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, এই মামলার নিষ্পত্তিতে আর বেশি দেরি করা যাবে না। ১৫ অগস্টের মধ্যে কোনও সমাধান সূত্র বের করতেই হবে।

অযোধ্যা মামলার দ্রুত নিস্পত্তির দাবিতে শীর্ষ আদালতে আবেদন

মার্চে একটি মেডিটেশন প্যানেল গড়ে দিয়েছিল শীর্ষ আদালত। অবসর প্রাপ্ত বিচারপতি এফ এম খলিফুল্লার নেতৃত্বে তিন সদস্যের এই মেডিটেশন কমিটির কাজ ছিল অযোধ্যায় রামমন্দিরের বিতর্কিত জমি নিেয় সমাধানসূত্র বের করা। মে মাসে অবসর প্রাপ্ত বিচারপতি এফএম খলিফুল্লার আদালতকে জানায় আরও কিছুদিন লাগবে তাঁদের। তারপরেই ১৫ অগস্ট সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা।

এদিকে গোপাল সিং বিশারদের আইনজীবী জানিয়েছেন, উত্তর প্রদেশের বিজেপি সরকার এই মামলার দ্রুত নিষ্পত্তির জন তাড়া দিচ্ছে। যখন এই মেডিটেশন প্যানেল গড়েছিল শীর্ষ আদালত তখন তার বিরোধিতা করেছিল উত্তর প্রদেশ সরকার এবং হিন্দু দলগুলি। যদিও মিসলিম সংগঠনগুলি তার সমর্থন জানিয়েছিল। দুই সম্প্রদােয়র মধ্যে বৈরিতার মনোভাব দূর করতেই এই কমিটি গঠন করা হয়েছিল। তাতে কাজ কতটা এগিয়েছে সেটাই এখন জানার অপেক্ষা করছে শীর্ষ আদালত।

English summary
civil suit over the Ayodhya land approached the Supreme Court to request an early hearing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X