For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব বিল নিয়ে কোন আতঙ্ক উত্তরপূর্বের রাজ্যে! ১০ ডিসেম্বরের আগে জল্পনা রাজনৈতিক মহলে

সিটিজেনশিপ বিল আগামী ১০ ডিসেম্বর সংসদে পেশ হতে চলেছে। তার আগে ফের একবার 'এনআরসি'র মতোই আতঙ্ক গ্রাস করছে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যে।

  • |
Google Oneindia Bengali News

সিটিজেনশিপ সংশোধনী বিল আগামী ১০ ডিসেম্বর সংসদে পেশ হতে চলেছে। তার আগে ফের একবার 'এনআরসি'র মতোই আতঙ্ক গ্রাস করছে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যে। এরই মধ্যে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই নিজের বক্তব্য রাখেন প্রতিটি সংগঠনের নেতারা।

কেন আতঙ্কে উত্তরপূর্ব?

কেন আতঙ্কে উত্তরপূর্ব?

এনআরসি-র পর এবার সিটিজেনশিপ বিল।ফের একবার আতঙ্কে অসম। অসমের বিভিন্ন সংগঠনের দাবি বিলের মধ্যে এমন কিছু মোচড় দেওয়া পয়েন্ট থাকছে , যা অসমের পক্ষে অস্বস্তিজনক হতে পারে। সেখানের কৃষকমুক্তি সংগ্রামের নেতার দাবি, 'এই বিল অসমের পক্ষে ভয়ঙ্কর হতে পারে যদি, যে সমস্ত উত্তর পূর্বের রাজ্য সংবিধানের ইনার লাইন পারমিট ও ষষ্ঠ তফশিলের আওতায় রয়েছে, তারা নয়া আইনের পরিধির বাইরে থাকে তবেই। ' একই আশঙ্কা ত্রিপুরারও।

 অসমের আশঙ্কা

অসমের আশঙ্কা

কৃষক সংগ্রামমুক্তি সমিতির দাবি, শাহের কথা অনুযায়ী অসম অ্যাকর্ডের ক্লজ ৬ যদি কার্যকরী হয় এই বিলে তাহলে অসমের মানুষের আর্থিক ও রাজনৈতিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ এই দুটি অংশ ক্লজ ৬ এ নেই। সেখানে অসমের মানুষকে সাংবিধানিক, সংসদীয়, প্রশাসনিক নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে। রয়েছে অসমের ভাষাগত, সংস্কৃতিগত নিরাপত্তা, সংরক্ষণ প্রচারের বার্তা। তবে এই ক্লজ সিটিজেনশিপ বিলের সঙ্গে থাকলে উত্তরপূর্বের মানুষের সামনে বড় প্রশ্ন উঠে আসবে একাধিক ইস্যুতে।

১৯৫৫ সালের আইন সংশোধন করতে চায় সরকার

১৯৫৫ সালের আইন সংশোধন করতে চায় সরকার

১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করতে চায় কেন্দ্র। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে সরকার। ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা সেইসব দেশের ধর্মীয় সংখ্য়ালঘু মানুষদের জন্য এই বিল।

'ধর্ম নির্ভর ' বিল বলে সরব বিরোধীরা

'ধর্ম নির্ভর ' বিল বলে সরব বিরোধীরা

অসমের স্থানীয় রাজনৈতিক দল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের দাবি, এই বিল ধর্মনির্ভর বিল। তাদের প্রশ্ন, কিভাবে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে ধর্মের ভিত্তিতে অত্যাচারিত হওয়া উদ্বাস্তুদের চিনবে অমিত শাহের সরকার। সংগঠনের তরফে প্রশ্ন, ' সরকারের কাছে কি কোনও মেশিন রয়েছে ধর্মের ভিত্তিতে অত্যাচারিতদের চেনবার জন্য? '

কংগ্রেসও নামছে বিরোধীতায়

কংগ্রেসও নামছে বিরোধীতায়

সিটিজেনশিপ বিল নিয়ে সুর চড়ানোর জন্য তৈরি কংগ্রেসও। পার্টি চাইছে, অবিজেপি সমস্ত বিরোধী রাজনৈতিক শিবিরকে একজোট করে এই বিলের বিরুদ্ধে গর্জে উঠতে। আর তাই ১০ ডিসেম্বরের আগে সাজো সাজো রব ভারতের জাতীয় রাজনীতিতে।

লন্ডন ব্রিজে হামলাকারী কাশ্মীরে নাশকতার ছক কষছিল, দাবি ব্রিটেনের তদন্তকারীদেরলন্ডন ব্রিজে হামলাকারী কাশ্মীরে নাশকতার ছক কষছিল, দাবি ব্রিটেনের তদন্তকারীদের

English summary
Citizenship amendment Bill, How North East Political parties gears up for 10 December.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X