For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব বিল নিয়ে কোমর বাঁধছে তৃণমূল সমেত বিরোধীরা! রাজ্যসভায় সংখ্যা জটিলতায় বিজেপি

নাগরিকত্ব সংশোধনী বিল: রাজ্যসভার অধিবেশন ঘিরে তৃণমূল সহ বিরোধীদের কোন স্ট্র্যাটেজি

  • |
Google Oneindia Bengali News

এনআরসি-র পর এবার নাগরিকত্ব সংশোধনী বিল। আগামী ১০ ডিসেম্বর সংসদে পেশ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল। তার আগে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে উত্তরপূর্বের একাধিক নেতার সঙ্গে বৈঠকে বসেন। বিল নিয়ে হয় আলোচনা। এদিকে, বিলের সর্বোতভাবে বিরোধিতায় নামতে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস সহ বিরোধীরা।

বিরোধীদের কী প্রস্তুতি ?

বিরোধীদের কী প্রস্তুতি ?

বিরোধীরা নাগরিকত্ব বিল নিয়ে একযোগে রাজ্যসভায় বিরোধিতায় নামবেন বলে জানা গিয়েছে। এদিকে, অবিজেপি দলগুলি একযোগে এই বিলের বিরোধিতায় এক সুরে সুর মেলাতে প্রস্তুত। এক্ষেত্রে কংগ্রেস পাশে পেতে পারে শিবসেনাকে। সেক্ষেত্রে রাজ্যসভায় এই বিল পাশ করাতে বিজেপির কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে ওয়াই এসআর কংগ্রেস, বিজেডি।

 উপযুক্ত সংখ্যা রাজ্যসভায় প্রয়োজন বিজেপির

উপযুক্ত সংখ্যা রাজ্যসভায় প্রয়োজন বিজেপির

নাগরিকত্ব বিল রাজ্যসভায় পাশ করাতে গিয়ে বিজেপিকে বেগ পেতে হবে বলে মনে কার হচ্ছে। কারণ, অবিজেপি পার্টিগুলি রীতিমতো একজোট হয়ে বিজেপিকে এই বিল ইস্যুতে রাজ্য়সভায় বিরোধিতা করতে চলেছে বলে খবর। সেক্ষেত্রে বিজেপির দাবি, এনডিএ থেকে শিবসেনা তাঁদের ছেড়ে গেলেও, যদি রাজ্যসভায় এই বিলের জন্য সেনা শিবিরের সমর্থন বিজেপি নাও পায়, তাহলেও বিজেপি এই বিল পাশ করতে পারবে ।

তৃণমূল কী করতে চাইছে?

তৃণমূল কী করতে চাইছে?

তৃণমূলের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ হতেই নিজেদের দলীয় অবস্থানেই অনড় থাকতে চলেছে গাসফুল শিবির।

নাগরিকত্ব বিল ও কিছু তথ্য

নাগরিকত্ব বিল ও কিছু তথ্য

প্রসঙ্গত, গত ২০১৬ সালে প্রথমবার নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের যৌথ অধিবেশনে পেশ করা হয়। সেই সময় সংসদের নিম্নকক্ষে এই বিল পাশ হলেও, আটকে যায় রাজ্যসভায়। আর সেই বিল ১০ ডিসেম্বর রাজ্যসভায় পেশ হতে চলেছে।

ঝাড়খণ্ডে এবার প্রভাব বিজেপির বিক্ষুব্ধদের! একের পর এক আসনে প্রার্থী হওয়ায় হুঁশিয়ারি দলেরঝাড়খণ্ডে এবার প্রভাব বিজেপির বিক্ষুব্ধদের! একের পর এক আসনে প্রার্থী হওয়ায় হুঁশিয়ারি দলের

যুক্তি ছিল মুসলিমদের পক্ষে, রায় গিয়েছে হিন্দুদের কাছে! অযোধ্যা নিয়ে ফের সরব একে গাঙ্গুলিযুক্তি ছিল মুসলিমদের পক্ষে, রায় গিয়েছে হিন্দুদের কাছে! অযোধ্যা নিয়ে ফের সরব একে গাঙ্গুলি

English summary
Citizenship amendment Bill , before 10 December opposition gets ready with joint starategy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X