For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ : সুপ্রিম কোর্টে বিলের বিরুদ্ধে আবেদন

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পাশ করার পরে এবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। লোকসভায় নিজেদের সংখ্যার জোরে খুব সহজেই বিল পাশ করাতে সমর্ছ হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তবে চ্যালেঞ্জ রয়েছে রাজ্যসভায়। কারণ এখানে বিজেপির সংখ্যাগরিষ্ঠকা নেই। প্রয়োজন অন্য দলের সাহায্যের। এই অবস্থায় কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বিল পাশ করাতে সেটাই এখন দেখার।

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ : রাজ্যসভায় পাশের হাতছানি

একনজরে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পেশের সমস্ত আপডেট

Newest First Oldest First
10:19 AM, 12 Dec

নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পাশ করানোর পর এদিন তার বিরুদ্ধে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদেরা রিট পিটিশন দাখিল করতে চলেছেন।
11:15 PM, 11 Dec

বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে পদত্যাগ করলেন পুলিশ আধিকারিক।
10:50 PM, 11 Dec

খুশি পাকিস্তান থেকে আগত হিন্দু শরণার্থীরা
10:35 PM, 11 Dec

প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
10:21 PM, 11 Dec

বিল পাশে হার তৃণমূলের, বললেন কৈলাস বিজয়বর্গীয়
10:10 PM, 11 Dec

বিল পাশের সময় অনুপস্থিত এনসিপির ২ সাংসদ
9:49 PM, 11 Dec

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
9:49 PM, 11 Dec

এদিন রাজ্যসভায় ভোটদানে বিরত থেকেছে শিবসেনা
8:53 PM, 11 Dec

দীর্ঘ আট ঘণ্টার আলোচনা-বিতণ্ডার পর রাজ্যসভায় পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। পক্ষে ভোট পড়ল ১২৫টি, বিপক্ষে ১০৫টি।
8:47 PM, 11 Dec

রাজ্যসভায় ভোটাভুটির মাঝে অনুপস্থিত শিবসেনা। ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।
8:19 PM, 11 Dec

পরপর সংশোধনীর ভোটাভুটি হচ্ছে। সবকটিতেই সরকার পক্ষের পক্ষে ভোট পড়েছে। ফলে এখনও কোনও সংশোধনের প্রস্তাব পাশ হয়নি।
7:58 PM, 11 Dec

দীর্ঘ আলোচনার পর নাগরিকত্ব বিল নিয়ে ভোটাভুটি শুরু হচ্ছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায়।
7:53 PM, 11 Dec

এবার রাজ্যসভা এগোচ্ছে সিএবি নিয়ে ভোটাভুটির দিকে।
7:52 PM, 11 Dec

বাংলা সহ সারা দেশে নাগরিকত্ব বিল ও এনআরসি চালু হবে। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
7:32 PM, 11 Dec

অমিত শাহ পাকিস্তানের প্রসঙ্গ টেনে বিরোধীদের নিশানা করতেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা।
6:52 PM, 11 Dec

সংসদে মমতার বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশকারী নিয়ে পুরনো বক্তব্য উদ্ধৃত করতেই অমিত শাহকে আক্রমণ তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েনের।
6:26 PM, 11 Dec

রাজ্যসভায় ছয় ঘণ্টা দীর্ঘ আলোচনা শেষ। এবার রাজ্যসভায় বিপক্ষের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
5:29 PM, 11 Dec

রাজ্যসভায় পক্ষে-বিপক্ষে যুক্তিতে সরগরম নাগরিকত্ব বিল নিয়ে আলোচনা।
4:44 PM, 11 Dec

নাগরিকত্ব বিলকে রাজ্যসভায় সমর্থন জানাল ওড়িশার বিজু জনতা দল।
4:35 PM, 11 Dec

এই বিল সংবিধান বিরোধী এবং গান্ধী ও ভগত সিংয়ের ভাবনার বিরোধী। এই দাবি করে বিলকে সমর্থন দিল না আম আদমি পার্টি।
4:27 PM, 11 Dec

যাদের ভারত সম্পর্কে ধারণা নেই তাঁরা এই দেশের ভাবনাকে রক্ষা করতে পারবে না। এই বলে কেন্দ্রকে নাগরিকত্ব বিল নিয়ে বিঁধলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল।
3:45 PM, 11 Dec

বিজেপির সঙ্গী দল অকালি দল রাজ্যসভায় নাগরিকত্ব বিলকে সমর্থন জানাল। তবে দুই তিনটি জায়গায় সংশোধনীও চেয়েছে অকালি দল।
3:38 PM, 11 Dec

বিলের বিরোধিতায় কেন্দ্রের মোদী সরকারকে চূড়ান্ত আক্রমণ কাশ্মীরের দল পিডিপি-র।
3:21 PM, 11 Dec

শরণার্থীদের দেশে জায়গা দিলে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করতে হবে। সংসদে বিলের বিরোধিতা করে দাবি জানাল শিবসেনা।
2:56 PM, 11 Dec

অসমের বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট এই বিলকে রাজ্যসভায় সমর্থন করল।
2:55 PM, 11 Dec

এই বিল পাশ হলে ধর্মনিরপেক্ষতায় বড় ধাক্কা লাগবে। এই বলে বিলের বিরোধিতায় ডিএমকে দল।
2:43 PM, 11 Dec

অসম গণপরিষদ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ এর বিরোধিতা করল রাজ্যসভায়।
2:09 PM, 11 Dec

রাজ্যসভায় বিলের বিরোধিতা সমাজবাদী পার্টির। জিন্নার স্বপ্ন পূরণ করছে মোদী সরকার, বললেন সপা সাংসদ।
2:02 PM, 11 Dec

রাজ্যসভাতেও নাগরিকত্ব বিলে সম্মতি জানাল জেডিইউ। এনডিএ সরকার সংখ্যালঘুদের পাশে রয়েছে বলে দাবি তাঁদের।
1:55 PM, 11 Dec

বিজেপি সরকার যখন বলছে চিন্তার কিছু নেই, তখন বুঝতে হবে যে এখনই সবচেয়ে বেশি চিন্তা রয়েছে। কারণ এই সরকার প্রতিশ্রুতি দিতে যতটা পটু ততটাই প্রতিশ্রুতি না রাখায় দক্ষ।
READ MORE

English summary
Citizenship Amendment Bill 2019 : Live updates of Rajya Sabha proceding in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X