For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণের জের, বিমানবন্দরে আর কোনো যাত্রীর বোর্ডিং পাসের স্ট্যাম্পিং করবে না সিআইএসএফ

করোনা সংক্রমণের জের, বিমানবন্দরে আর কোনো যাত্রীর বোর্ডিং পাসের স্ট্যাম্পিং করবে না সিআইএসএফ

  • |
Google Oneindia Bengali News

বিমান সুরক্ষা নিয়ন্ত্রক বিসিএএস বুধবার জানিয়েছে, এখন থেকে বিমানবন্দরে প্রি-এম্বারকেশন সিকিউরিটি চেক (পিইএসসি) চলাকালীন আর কোনও যাত্রীর বোর্ডিং পাসের স্ট্যাম্পিং করবেন না সিআইএসএফের কর্মীরা। সম্প্রতি দিল্লি, মুম্বই এবং আহমেদাবাদের বিমানবন্দরে কর্মরত ১৩ জনেরও বেশি সিআইএসএফের জওয়ানের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে বলে জানা যাচ্ছে। এদিকে লকডাউনের শুরুর পর থেকেই দেশেজুড়ে সমস্ত যাত্রীবাহী বিমানই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া। যদিও বর্তমানে তবে বিদেশে আটকে পড়া ভারতীয় ও ভারতে আটকে পড়া বিদেশিদের জন্য কিছু বিমান পরিষেবা চালু করা হচ্ছে। একই সাথে চিকিত্সা সরঞ্জাম বহনকারী ও কার্গো বিমান পরিবহনের অনুমতি দেওয়া হযেছে।

করোনা সংক্রমণের জের, বিমানবন্দরে আর কোনো যাত্রীর বোর্ডিং পাসের স্ট্যাম্পিং করবে না সিআইএসএফ


এমতাবস্থায় সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস) প্রতিটি বিমানবন্দরের পিইএসসি এলাকায় একটি উপযুক্ত উচ্চতায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ইনস্টলের ব্যাপরটিও নিশ্চিত করতে বলেছে। এর মধ্যমেই প্রতিটি যাত্রীর পরিচয় এবং তার বোর্ডিং পাস রেকর্ড করা হবে। বিমানবন্দরের মাধ্যমে করোনা সংক্রমণ ঠেকাতেই বিসিএএস-র তরফে এত কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে বুধবার বিসিএএস কর্তৃক জারি করা দ্বিতীয় নির্দেশে, করোনাভাইরাস সংক্রমণ রোধে যাত্রীদের প্রায়শই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শওো দেওয়া হচ্ছে। পাশাপাশি যে কোনও যাত্রীই এখন ভ্রমণকালে তার সঙ্গে ৩৫০ মিলিলিটারের হল্যান্ড স্যানিটাইজার বহন করতে পারবেন বলেও জানানো হয়েছে। সাধারণত এতদিন যাত্রীরা ১০০ মিলিলিটারের স্যানিটাইজারই বহন করতে পারতেন।

করোনা ছড়িয়ে যেতে পারে কথাবার্তার মাধ্যমেও! ভয়াবহ তথ্য উঠতে শুরু করেছে গবেষণায় করোনা ছড়িয়ে যেতে পারে কথাবার্তার মাধ্যমেও! ভয়াবহ তথ্য উঠতে শুরু করেছে গবেষণায়

English summary
cisf will not stamp any more boarding passes at airports due to corona infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X