For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই গোষ্ঠীর ঝামেলা থামাতে মেট্রো স্টেশনেই গুলি ছুঁড়লেন সিআইএসএফ আধিকারিক

দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল থামাতে মেট্রো স্টেশনের ভেতরেই শূন্যে গুলি চালালেন এক সিআইএসএফ আধিকারিক

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল থামাতে মেট্রো স্টেশনের ভেতরেই শূন্যে গুলি চালালেন এক সিআইএসএফ আধিকারিক। মঙ্গলবার রাত ৮.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির আজাদপুর মেট্রো স্টেশনে। দুই পক্ষের ঝামেলার মধ্যে এক পুলিশকর্মীকেও মারধর করা হয় বলে জানা গিয়েছে।

দুই গোষ্ঠীর ঝামেলা থামাতে মেট্রো স্টেশনেই গুলি ছুঁড়লেন সিআইএসএফ আধিকারিক

মঙ্গলবার রাতে দিল্লির আজাদপুর মেট্রো স্টেশনে টিকিট কাউন্টার দুই ব্যক্তির মধ্যে ঝামেলা শুরু হয়। উপস্থিত নিরাপত্তারক্ষীরা দুজনকেই কন্ট্রোল রুমে নিয়ে গিয়ে গণ্ডগোল বাধানোর দায়ে জরিমানা করেন। কিন্তু এরইমধ্যে ওয়াজিরপুর এলাকার বাসিন্দা ওই যুবক ফোন করে লোকজন ডেকে আনে স্টেশন চত্বরে। কিছুক্ষণের মধ্যেই প্রায় ২০জন সেখানে চলে আসে। এরপরই শুরু হয় হাতাহাতি। এমনকী দিল্লি পুলিশের কনস্টেবল এম এল মীনাকেও মারধর করা হয় বলে অভিযোগ। কলার ধরে টানাটানি করা হয় সিআইএসএফ অ্যাসিস্ট্যান্ট সাব- ইন্সপেক্টর মহম্মদ উমরকেও। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোমর থেকে সার্ভিস রিভলভার বের করে শূন্য গুলি চালান মহম্মদ উমর।

ঘটনায় মেট্রো স্টেশন চত্বরে আতঙ্কের সৃষ্টি হলেও ট্রেন পরিষেবায় কোনও বাধা আসেনি বলে মেট্রো রেল আধিকারিকরা জানিয়েছেন। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করে হচ্ছে বলে মেট্রো-রেল সূত্রে জানা গিয়েছে।

English summary
A CISF officer opens fire at Azadpur metro station to disperse the mob, two groups were engaged in scuffle at metro station.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X