For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সাবধান করল সিআইএ, কর্মীদের জন্য সতর্কতা জারি

হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সাবধান করল সিআইএ, কর্মীদের জন্য সতর্কতা জারি

Google Oneindia Bengali News

হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সতর্ক করল সিআইএ। সিআইএ কর্মচারীদের পরামর্শ দিয়েছে, করোনা ভাইরাসের প্রতিষেধক নয় হাইড্রোক্সিক্লোরোকুইন। ওই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এতটাই বেশি যে মারাত্মক হতে পারে কারও কারও ক্ষেত্রে, এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। এই সতর্ক বার্তাটি সিআইএ কর্মীদের জন্য এক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সাবধান করল সিআইএ, কর্মীদের জন্য সতর্কতা জারি

সম্প্রতি আমে্রিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ চেয়ে পাঠায়। তারপর ভারতেও এই ওষুধ সংগ্রহের হিড়িক পড়ে যায়। অনেকেই মনে করতে শুরু করে হাইড্রক্সিক্লোরোকুইন খেলে করোনা ভাইরাস ধারেকাছে ঘেষবে না। কিন্তু এই ম্যালেরিয়া প্রতিষেধক সেবন করলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

এই ওষুধটি চিকিৎসকদের পরামর্শ ব্যতীত রোগীদের ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। হাইড্রোক্সিইক্লোরোকুইনের ব্যবারে কার্ডিয়াক অ্যারাস্ট হতে পারে। তাই এই ওষুধ থেকে সাবধান হওয়া উচিত। এই ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই কোনও কর্মচারী যেন এই ওষুধ না সেবন করে। এমনই বার্তা দেওয়া হয় সিএএ-র তরফে।

ট্রাম্প ওই ওষুধটিকে 'গেম চেঞ্জার' হিসাবে অভিহিত করেছেন এবং সাংবাদিকদের বলেছেন যে এই ওষুধ থেকে বেশ ভালো ফলাফল হবে বলেই মনে হচ্ছে। তিনি সোমবাক এমনও জানান, ওই ওষুধের ব্যবহারের ফলে তাঁর এক পরিচিত ভালো ফল পেয়েছেন। তিনি বলেন, যদি এমনই ফল আসতে থাকে, তবে সামগ্রিকভাবে তা ব্যবহার করা হবে।

English summary
CIA warns employees to take an anti-malarial drug that have dangerous side effects including death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X